আসসালামু আলাইকুম।
আশা করি ভাল আছেন।আমি আলহামদুলিল্লাহ ভালই আছি।আজকে একটি টিউটোরিয়াল শেয়ার করব সেটি টাইটেল দেখেই বুঝে গেছেন।
এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি Proxy Master VPN এবং এই টাইপের অনেক ভিপিএন এর VIP সার্ভার টাকা খরচ না করেই কিনতে পারবেন।আমরা শুধু Lucky Patcher এর মাধ্যমে সহজ একটি Patch দিব।
বিঃদ্রঃ এই প্রসেস এর মাধ্যমে অন্যান্য ভিপিএন ক্র্যাক হয় কিনা আপনারা চেক করে দেখতে পারেন।তবে আমি Turbo,Sky vpn ক্র্যাক করার চেষ্টা করেছি।কাজ হয় নি !
•• চলুন শুরু করা যাক ••
## প্রথমে এখান থেকে Lucky Patcher App টি ডাউনলোড করে Install করুন।
## তারপর Play Store থেকে Proxy Master VPN টি Install করুন।
## এখন Proxy Master এ ঢুকে VIP server গুলো Access করতে গেলে কিনতে বলবে।তো এখন কাজ হলো Purchase system টা patch করা।
## Patch করতে Lucky Patcher এ প্রবেশ করুন।তারপর নিচের মত আপনার অ্যাপগুলোর লিস্ট দেখতে পারবেন।সেখান থেকে Proxy Master VPN টি select করুন।
## তারপর Menu of Patches এ ক্লিক করুন।
## তারপর Create Modified Apk File তে ক্লিক করুন।
## তারপর APK Rebeuild for InApp & LVL Emulation এ ক্লিক করুন।
## এখানে যেগুলোয় টিক দেওয়া আছে সেরকম ই রাখেন।শুধু নিচে Rebuild The App এ ক্লিক করুন।
## এখন এটি Patching শুরু করবে।কিছুক্ষন অপেক্ষা করুন।
## তারপর এরকম Show করবে।নিচে Go To File এ ক্লিক করুন।
## তারপর Reinstall এ ক্লিক করুন।
## এইরকম ডায়ালগ বক্স আসবে Yes চাপুন।এর ফলে আপনার আগের Proxy Master App টি আনইন্সটল হয়ে যাবে এবং নতুন প্যাচ করা Proxy Master VPN টি Install হবে।
## Install শেষ হলে Proxy Master এ প্রবেশ করুন। Intro Skip করে দিন।তারপর নিচের Screenshot এর মত ফ্রীতে Purchase করুন VIP Server।এর মাধ্যমে আপনার Account Free থেকে Premium হয়ে যাবে
তারপর VIP তে ক্লিক করুন
এরকম ডায়ালগ বক্স আসবে।নিচের ছবির মত করুন:
কাজ শেষ! কেনা হয়ে গেল ফ্রীতে VIP Server! এবার ওখান থেকে যেকোন VIP Server Select করে Connect করেন।