Site icon Trickbd.com

শিখে নিন ফেসবুকে যদি কেউ আপনাকে ব্লক করে তাহলে তাকে আনব্লক করে কিভাবে তাকে মেসেজ করবেন।

Unnamed





সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম ফেসবুকের যদি আপনাকে কেউ মেসেজ ব্লক দেয়। তাহলে কিভাবে আনব্লক করে তাকে আবার মেসেজ দেবেন।

N——————————————————————————-S

↓↓↓এপস এর বিবরণ:↓↓↓

ডাউনলোড লিঙ্কঃ(Play Store)



N——————————————————————————-S

 

** এপসের কাজ নিচে দেখানো হল। **

 

ফেসবুকে মেসেজে ঢুকে যদি এরকম দেখেন। তাহলে কিভাবে আনব্লক করবেন। সে সম্পর্কে নিচে আলোচনা করা হচ্ছে।

প্রথমে উপরের ডাউনলোড লিংক থেকে অ্যাপসটা ডাউনলোড করে ইন্সটল করুন। তারপরে ওপেন করুন। ওপেন হলে আপনি অন্য একটা ফেসবুকের ইমেইল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি অন্য কোন আইডি না থাকে তাহলে একটি নিউ আইডি তৈরি করুন।

লগ ইন হয়ে গেলে আপনাকে যে বন্ধুটি ব্লক দিয়েছিল তার নামটা লিখে সার্চ করুন। সার্চ করার পর আইডিটি এসে গেলে আইডি তে ক্লিক করুন।

তারপর মেসেজ অপশনে ক্লিক করুন।

কিছু একটা লিখে সেন্ড করুন।

সেন্ড হয়ে গেলে উপরে থ্রি ডট অপশন এ ক্লিক করুন।

Add Friemds অপশনে ক্লিক করুন।

এবার যে আইডিটি আপনাকে ওই বন্ধুটি ব্লক করেছিল সেই আইডি নামটি লিখে সার্চ করুন। দেখবেন আপনার রিয়েল আইডি টি চলে এসেছে এবার টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করুন। বন্ধুরা একটা কথা আপনাদের দুইটি আইডি আগের থেকে ফ্রেন্ডশিপ করে নিবেন। না হলে আপনার আইডির নামে সার্চ করলে আইডি কিন্তু আসবে না।

তারপর কিছু একটা লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।

সেন্ড হয়ে গেলে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করুন।

Leave Conversation অপশনে ক্লিক করুন.

ওকে বাটনে ক্লিক করুন।

এবার আপনার অরজিনাল আইডি মেসেজ অপশনে গিয়ে দেখেন। যে বন্ধুটি আপনাকে ব্লক করেছিল সেই আইডি থেকে আপনাকে একটা মেসেজ এসেছে।

ঐ আইডি তে ক্লিক করুন এবং আপনার ইচ্ছামত আবার মেসেজ সেন্ড করতে থাকেন ধন্যবাদ।

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

OpenVpnPro ৮৪টি প্রিমিয়াম সার্ভার

নিয়ে নিন ৪ টা ছবিসহ ফ্রি ফেসবুক

MX Player Background Change + Snow Animation

সুপার ফাস্ট FB LITE+ বিভিন্ন স্টাইল সাথে।

Mini Militia All Hack + 16 new map

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।





যোগাযোগঃ


↓↓↓↓↓ ফেসবুকে আমি ↓↓↓↓↓




Email_______nitu.sabur@gmail.com

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l কমেন্টে জানাবেন l