“ভালোবাসা” নামক জিনিসটা আসলেই অদ্ভুত; এই ভালোবাসার মোহে অন্ধ হয়ে যেই মানুষটি নেশার চিলিম জ্বালায় আর বিপরীত ঘরেই হয়তো রাধুনীর রত্নে একজন নিকৃষ্ট পাপী মানুষও স্বপ্নে সংসার সাজায়…পৃথিবীর সবচেয়ে বড় মিস্টিরিউয়াস বুঝি ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা!!
যাই হউক আমি আপনাকে কবিতা কিংবা কাব্য শোনাবো না,বোধকরি আমার নিরস মুখে সেটি মানাবেও না তাই আসুন কাজের কথায় কর্ণপাত করি……
আপনি কি Love Calculator এর নাম শুনেছেন, ঐ যে আপনার নাম এবং আপনার প্রেমিকার নাম লিখলে যেই টুলস আপনাদের ভালোবাসার শতকরা পরিমাপ করে দেয়; অনলাইনে আপনি এমন বহু ক্যালকুলেটর পাবেন। আসলে এগুলা মজা করার জন্য তৈরী করা হয় কেননা মানুষের মনের খবর কবর দিয়েও তো কতো মানুষ নিত্য হাসি আনন্দে মেতে উঠে তার খবর কে রাখে?
কিন্তু হাতের কাছে এমন একটা ক্যালকুলেটর থাকলে কে না চাইবে নিকের ভালোবাসা পরখ করতে?? তারমানে “লাভ ক্যালকুলেটর” আদতে কাজের জিনিস না হলেও এটির কদর আছে অর্থাৎ ট্রাফিক [ভিজিটর/ ইউজার] আছে।
আসুন আজ আমরা এমনই একটা লাভ ক্যালকুলেটর বানাই:
সবার আগে love.zip ফাইলটি ডাউনলোড করুন এবং আপনার হোস্টিং সার্ভারের public html ফোল্ডারে ফাইলটি আপলোড করে unzip করুন; ব্যাস আপনার লাভ ক্যালকুলেটর মেশিন রেডী।
আপনি যদি ডিপ ওয়েবে এমন লাভ ক্যালকুলেটর তৈরী করতে চান তবে https://hosting.danwin1210.me সাইটে রেজিস্ট্রেশন করে নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরী করুন, এবার File Manager এ গিয়ে www ডিরেক্টরি’তে থাকা html ফাইলটি রিমুভ করে দিন এবং উক্ত love.zip ফাইলটি আপলোড করুন→
zip ফাইলটি মার্ক করে unzip করুন→
পূর্বের zip ফাইলটি মার্ক করে Delete করে দিন→
ব্যাস আপনার Deep Love Calculator একদম তৈরী!!!!
এবার যে কেউ তাতে তাদের লাভ ক্যালকুলেশন করতে পারবেন→
এইটা তো আর হ্যাক হইলো না!!!!
হুমম এটা তো লাভ ক্যালকুলেটর তবে ভালোবাসা হ্যাক হইলো কিভাবে? এখানে যিনি লাভ ক্যালকুলেট করতে নিজের নাম এবং তার লাভারের নাম লিখবেন তাদের সকলের ডাটা আপনি চাইলে উক্ত ফাইল ম্যানেজারের hack.txt নামক ফাইলে[এটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে] পেয়ে যাবেন→
এমনকি আপনি চাইলে সোস্যাল ইঞ্জিনিয়ারিং এবং উক্ত index ও ic ফাইল মোডিফাই করে উক্ত ব্যবহারকারী মোবাইল নাম্বার, তার লাভারের মোবাইল নাম্বার, আইপি এড্রেস, ডিভাইস ইনফরমেশন ইত্যাদি সবকিছুই পেতে পারেন→
তবে এই বিষয়ে আর বেশী কথা বললাম না কেননা এটা শিখে অন্যের ভালোবাসাকে বাশ দেওয়ার মতোন মেন্টালিটি কমবেশি আমাদের মাঝে অনেকেরই থাকতে পারে; তথাপি কোডিং বিষয়ে আরেকটু মনোযোগী হওয়া আবশ্যক।
উদাহরণস্বরূপ আমার তৈরী Deep Love Calculator → http://y6hb6a7u6375fiz5.onion/
অদ্ভুত উদ্ভট উদ্ভূত উল্লুক!!!
ইন্টারনেট দুনিয়াতে কি নেই তাই বলুন? এখন অনলাইনো তেল,রসুন,সাবান বিক্রি থেকে ডেটিং-সেটিং-কাটিং পর্যন্ত হয় তাহলে এমন একটা ভার্চুয়াল মেশিন তৈরী করলে কেমন হয় যেখানে মানুষেরা পরস্পর প্রপোজাল সম্পন্ন করতে পারবে। মনে করুন “ক” ভালোবাসা “স” কে; এখন “ক” ভয়ে ভালোবাসার কথা “স” কে বলতে পারছে না কিংবা কিভাবে সফল ভালোবাসার প্রপোজাল করতে হয় তিনি তা জানেন না। এখন আপনার তৈরী ভার্চুয়াল মেশিন যদি উভয়ের ইনফো সংগ্রহ করে “স” এর সাইকোলজি বুঝে তাকে কনভিন্স করে তাহলে কেমন হয় বিষয়টা??!! এখানে আপনি থার্ডপার্টি হয়ে আপনার এপ্লিকেশন/সফটওয়ার বা ঐ জাতীয় কিছু একটা গ্যাজেটের সহায়তায় পরস্পর কমিউনিকেটিভ ওয়েদার তথা রিলেশনশিপ ম্যাচিং করানোর দায়িত্ব পালন করবেন, চাইলে Donate অপশন হতে দুষ্টু-মিষ্টি আর্নিংও হয়ে যেতে পারে একটু…..তাইবলে থার্ডপার্টি এপ্লিকেশন হয়ে সিঙ্গেল নাম্বার থাকার বিষয়টা ভুলে গেলেই কিন্তু রেপুটেশন লস…হি হি হি হি!!!!
এইটা একটা আইডিয়া দিলাম মাত্র…তাকে বাস্তবে রূপ দিয়ে আপনি আইডল হতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার!!!!
ফেসবুকে আমি→নিশান আহম্মেদ নিয়ন
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইলো।
আল্লাহ হাফেজ