Site icon Trickbd.com

Android এ Facebook Toolkit দিয়ে facebook এর সবার নাম্বার বের করুন, Auto comment /auto like / all accept / all delete সুবিধা নিন।

Unnamed

সবাই কেমন আছেন.? আশা করি অনেক ভালো। আমি ভালো না? তা কিন্তু নয়..!! আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। ভাল থাকার আরেকটা কারণ হল TrickBD.Com | কেননা, আমাকে আবার নতুন করে লিখতে পারার অনুপ্রেরণা দেবার জন্যে। এজন্য ধন্যবাদ জানাই TrickBD র Admin | Moderator | Editor গন কে।

ইন্ট্রো টা অনেক লম্বা করে ফেলেছি, চলুন তাহলে শুরু করে দেই। আজকের পোস্টের নাম দেখেই হয়তো অনুমান করে ফেলেছেন কি নিয়ে টিউন করতে যাচ্ছি। ঠিক সেটাই..!!

আজ শিখাবো কিভাবে Facebook Toolkit এর সকল সুবিধা নেব, কথা হচ্ছে কোন কম্পিউটার, ডেস্কটপ ছাড়াই। আপনার হাতের সামান্য Android Phone টা দিয়েই। সবার কাছে কম্পিউটার নাই, কিন্তু একটা স্মার্ট ফোন তো আছেই।

আসুন জেনে নিই Facebook toolkit দিয়ে কি কি সুবিধা নিতে পারব অথবা কি কি কাজ করতে পারব???

##Special##

* Get All friends Public number
* Get All friends Public Gmail

..::)(::. FaceBook Bot

[ 01 ] auto reactions
[ 02 ] auto comment
[ 03 ] auto poke
[ 04 ] accept all friend requests
[ 05 ] delete all posts in your timeline
[ 06 ] delete all friends
[ 07 ] stop following all friends
[ 08 ] delete all photo albums

হুম…. সার্ভিসগুলো দেখলাম, তবে কেমন করে করব তা তো জানা দরকার… সাথেই থাকুন!!

শুরুতেই Play Store থেকে TermuX (Linux এর ছোট ছেলে) নামক Software টা ইনস্টল করে নিই!
Termux | Play Store

Termux Apps টা Open করে কিছুক্ষণ অপেক্ষা করি। এবং একটু অপেক্ষা করি।


নির্ভুলভাবে কিছু কমেন্ট লিখি নিচের Screenshot এর মতো।
$ apt Update লিখে Enter চাপি।

$ apt upgrate লিখে Enter দিয়ে Y টাইপ করুন।

যেহেতু Python Language দিয়ে কাজ করব, তাই Puthon2 Language Package টা ইনস্টল দিই।

$ pkg install python2 লিখে Enter চেপে Y টাইপ করি।

$ pkg install git

এখন আসল প্রোগ্রামটা Download দেয়ার পালা।
$ git clone https://github.com/CiKu370/OSIF লিখে Enter চাপি।

এখন TermuX storage permission দিয়ে ফেলি।
$ termux-storage-setup

এখন সাবধানে কমান্ড গুলো দেই।
$ cd
$ ls
$ cd OSIF
$ ls

$ pip2 install -r requirements.txt লিখে Enter চাপি এবং কিছুক্ষন অপেক্ষা করি।

আবার এই কমান্ড গুলো দেই।
$ cd
$ ls
$ cd OSIF
$ ls

$ python2 osif.py লিখে Enter press করি।

উপরের পিকের মতো আসার পরে
$ help কমান্ড করি। তাহলে সব দেখতে পাবো।

>> token লিখে Enter দেই। এবং আপনার Facebook এর username & password দিয়ে Enter করি।

আবার এই কমান্ড গুলো দেই।
$ cd

$ ls
$ cd OSIF
$ ls
$ python2 osif.py


ব্যস..! এ পর্যন্ত কাজ শেষ.. এখন Facebook Toolkit ব্যবহার করবার পালা।

[Note: সব গুলো Service তো আমি করিয়ে দেখাতে পারব না। তাই শুধু একটা করি। আমার Friend list এর সকল নাম্বার বের করব। ]

>> dump_phone লিখে Enter press করি।
তাহলে নাম্বার Show/দেখাতে শুরু করবে।

টিউনটি কেমন হয়েছে তা পুরোটাই আপনাদের উপর নির্ভর করবে। So, কমেন্ট বক্সে লিখে ফেলুন কেমন হয়েছে। আর একটা ধন্যবাদ প্রাপ্য থাকলাম। যদি না বুঝতে পারেন, ১০ বার জিগ্যেস করুন। সমাধান দিতে চেষ্টা করব। রাত জেগে টিউন লিখতে কষ্ট ফিল করি না, তাহলে Reply দিতে দ্বিধা করব কেন.!!
আবারও ধন্যবাদ সবাই কে…

আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TipsNow24.Com

আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।

Credit:Rakhibul Islam{তিনিই আমাদের সাইটে প্রথম পোস্ট করেছে।তাই কপি বলে নিজের অজ্ঞতার প্রমান দিবেন না।

Rakhibul islam ভাই আমাদের সাইটে টিউনটি প্রথম প্রকাশ করেন।

ধন্যবাদ সবাইকে।সবাই ভালো থাকুন আর আপনার বন্ধুদের trickbd তে নিয়ে আসুন জাতে তারাও আপনার মতো Net expart হতে পারে।

Exit mobile version