আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।এমনিতেও ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে। তার উপর ট্রিকবিডিতে উৎসবমুখোর পরিবেশে ট্রেইনার কম্পিটিশন চলছে। আসলে ভাই পুরস্কার পাওয়া বড় কথা না বড় কথা হচ্ছে কম্পিটিশন এ বিজয়ী হওয়া। যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন চলুন পোস্ট শুরু করি।
Ardamax keylogger full version cracked…!!!!
তো সবার আগে উপরের zip ফাইলটি ডাউনলোড করে নিন। ফাইলটি extract করুন। দুটো ফাইল দেখতে পাবেন। একটা অ্যাপ্লিকেশান এবং একটা txt ফাইল। অ্যাপ্লিকেশানটি রান করুন এবং ইন্সটল করুন।
তারপর txt ফাইল ওপেন করুন। registration key কপি করুন।
তারপর কিলগার এর আইকন এ রাইট ক্লিক করে enter registration key তে যান।
তারপর registration name এর যায়গায় যেকোনো নাম দিয়ে Registration key এর ঘরে কপি করা কোড পেস্ট করে ওকে ক্লিক করুন।
Terminal security by SA.RIDOM
সবার আগে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন। তারপর ফাইলটি আপনার টারমিনাল এর হোম directory তে পেস্ট করুন।
তারপর আপনার টারমিনাল এ এসে লিখুন nano sa.py তারপর এন্টার প্রেস করুন। (অবশ্যই nano প্যাকেজ ইন্সটল করা থাকতে হবে)
তারপর নিচের মত a ভ্যারিয়েবল এর password টি চেঞ্জ করুন।
তারপর সেভ করুন। এখন আপনার টারমিনাল এ টাইপ করুন cd /etc তারপর এন্টার এ প্রেস করুন।
তারপর টাইপ করুন nano bash.bashrc এবং এন্টার প্রেস করুন।
তারপর একদম নিচে এসে টাইপ করুন python3 sa.py (অবশ্যই python3 ভার্সন ব্যাবহার করবেন।)
তারপর সেভ করুন। এবার আপনার টার্মিনাল রিস্টার্ট করুন। এখন দেখুন password চাচ্ছে।
সঠিক password দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে টারমিনাল ওপেন হয়ে গেলো।
চলুন দেখি ভুল password দিলে কি হয়।
দেখুন ভুল password দিলে বার বার access denied লেখা আসবে। মানে আপনি চাইলেও টারমিনাল ওপেন করতে পারবেন না। আর এটা Termux ইউজাররাও ব্যাবহার করতে পারবে।
আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তি পোস্ট এ। ততোক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ট্রিকবিডির পাশে থাকুন।