হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়ে গেলাম আনলিমিটেড Branded ভিজিটর নেওয়ার সহজ একটি ট্রিক নিয়ে যা আপনি আপনার Android মোবাইল থেকে খুব সহজেই Termux Apk ব্যবহার করে কয়েকটি সহজ কমান্ড দিয়েই করে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক।

আমাদের কম বেশী অনেকের ওয়েবসাইট কিংবা ব্লগ রয়েছে এবং সবার আকাঙ্ক্ষা একটাই আর তা হলো ভিজিটর। যত বেশী ভিজিটর সাইটে থাকবে সাইট ততো ফেমাস কিংবা আয় অথবা Rangking ভালো থাকবে।

তবে মনে রাখতে হবে যে ভিজিটর পেতে Seo করার উপর গুরুত্ব দিতে হবে যেমন সার্চ ইঞ্জিন ইনডেক্স পাশাপাশি সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করতে হবে যত বেশী শেয়ার হবে ততো বেশী ভিজিটর হবে আর এটাই প্রমানিত। তবে কন্টেন্ট এর মান এখানে বেশী ভূমিকা রাখবে ভিজিটর ধরে রাখতে।

অনেকে হয়তো ভাবছেন টাইটেল কি দিলো আর কইতাছে ডা কি?
ভাই উপরের উক্তি ছিলো যারা সত্যিকারের ভিজিটর এর আশা করেন আর আমরা যা করবো তাতো চিটিং কিছু সময়ের জন্য মনের শান্তি পাওয়া ও ধরে নিতে পারেন।
চলুন কিভাবে নিবেন আনলিমিটেড ভিজিটর দেখে নেইঃ
প্রথমত আপনার Android মোবাইল যেহেতু হাতে আছে নিচের থেকে Termux Apk টি না থাকলে নামিয়ে নিন।
উপরের এপ ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন এবং ওপেন করুন।

apt update && apt upgrade

উপরের কমান্ড টি লিখুন

pkg install php

উপরের কমান্ড লিখুন এবং এন্টার চাপুন

pkg install git

উপরের কমান্ড লিখুন আর এন্টার চাপুন।

git clone https://github.com/underxploit/Autov

 উপরের কমান্ড এর মাধ্যমে Git Clone করে ফেলুন

cd Autov

php auto.php

 উপরের কমান্ড দিয়ে সামনে আগান।
 এবার http:// অথবা https:// এর পর আপনার সাইটের নাম লিখুন ।
Visitor আপনার মন মত দিন তারপর উপরের মত আসলে কমান্ড দিন 

1

এবার উপরের মত কাজ শুরু হয়ে গেলে দেখাবে ।
আপনার দেওয়া নির্দিষ্ট সংখ্যক ভিজিটর কাউন্ট হয়ে গেলে অটোমেটিক  বন্ধ হয়ে যাবে।
এই হয়ে গেলো আমাদের ছোট্ট ট্রিক টি উপস্থাপন করা
চাইলে নিচে থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।
সৌজন্যেঃ Cyber Prince

16 thoughts on "এবার আপনার ওয়েব সাইট কিংবা ব্লগের জন্য নিয়ে আনলিমিটেড ভিজিটর তাও আবার Google,Facebook,Youtube,Wikipedia,Yandex ইত্যাদির Redirect ভিজিটর ফ্রিতে"

  1. Nadimmoon Contributor says:
    Ai sistam a website ban hobea na?
    1. Cyber Prince Author Post Creator says:
      Google Adsence নেওয়ার আগেই শুধু এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
  2. jahid71 Contributor says:
    এটার মাধ্যমে কি ওয়েবসাইট এর কোনো ক্ষতি হবে?
    1. Cyber Prince Author Post Creator says:
      না হবে না।
  3. Shariar Arif Contributor says:
    Site a problem hobe?
  4. Shariar Arif Contributor says:
    Amar comment modaretion a kno
    1. Cyber Prince Author Post Creator says:
      জি ভাইয়া তবে এডসেন্স থাকলে use না করার পরামর্শ
      রইলো
  5. হ্যালো ভাইয়া আপনি কি জানেন – যে প্রতিটা ভিজিটর মাত্র ১ সেক হয়ে থাকে এবং কি এটা গুগল এডসেন্স ব্যবহারকারীদের জন্য এটা সম্পুর্ন নিষিদ্ধ ? অল্প সময়ের মধ্যেই খেয়ে ফেলবেন ?
    1. Cyber Prince Author Post Creator says:
      ভাই আপনি কি জানেন আমি ভিডিও তে বলেছি গুগুল এডসেন্স পেলে এই পদ্ধতি ব্যবহার করা একদম নিরাপদ নয়।
    2. Wait……
      Eta ki post e bolcan je bolla..n…
      Apnar video niye apnie thaken post e bolte hbe
    3. So apnar ucid je post e bola
      Thank you sharing
  6. Cyber Prince Author Post Creator says:
    ওয়েব সাইটের ক্ষতি না হলেও adsence এর ক্ষতি হবে
  7. Abdus Sobhan Author says:
    https://trickwebbd.gq neon vier auto visitor diye khula site…
    Ata dark site na tai sobai ata use kore auto visitor nite paren..
  8. FAIHAD Contributor says:
    Good Post
  9. sojibahmed Contributor says:
    আমি করতে পারতাছি না ভাই। সমস্যা

Leave a Reply