Site icon Trickbd.com

সকল ওয়াইফাই ইউজারদের ডিসকানেক্ট করুন খুব সহজেই

হেই আমার নিউবি হ্যাকার ভাইরা কেমন আছেন অবস্যই ভালো কারন বাংলাপেন একটু নতুন টেক রিলেটড ওয়েবসাইট যেখান থেকে আপনারা শিখে নিতে পারেন সব প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাকিং টিউটোরিয়াল। বাই দা ওয়ে ওয়াইফাই এটি আমাদের অনেক পরিচিত একটি জিনিশ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই অনেক জরুরি

Must Read:৬০% ব্যাটারি রক্ষা করতে পারেন ইউটিউব এর ডার্ক মুড অন করে

আপনার একটি পারসোনাল রাউটার আছে এখন আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আপনার প্রতিবেশীদের দিলেন এখন তারা প্রতিদিন ব্যাবহার করে যাচ্ছে যার ফলে আপনি ঠিক মত ব্যবহার করতে পারছেন না ইক্সেক্টলি এটি হচ্ছে আসল পয়েন্ট। পিক্সেল ডেভেলপাররা আমাদের জন্য একটি টুল নিয়ে এসেছে যার নাম হচ্ছে Pixel NetCut এই টুলসটি দিয়ে খুব সহজেই আপনার নেটওয়ার্ক এর মাঝে অবস্থান ক্রিত ইউজারদের ডিসকানেক্ট করতে পারেন এক ক্লিকে।

Requirement:

ইন্সটল Pixel NetCut:

এই এপ্সটি আপনার ওয়াইফাই নেটওয়ার্ক এর মাজের ইউজারদের ডিসকানেক্ট করে দিবে জার নাম Pixel NetCut Wifi Analyzer এটি গুগুল প্লেস্টর এ একদম ফ্রিতে পাবেন ডাউনলোড করুন

রুট পারমিশন এবং স্কেন করুন:

এপ্সটি যখন চালু করবেন তখন রুট পারমিশন চাইবে অবস্যই গ্রান্ট করবেন তারপর একটি মেইন মেনু থাকবে যেখানে বড় করে SCAN লেখা থাকবে। এটি মনে রাখবেন অবস্যই আপনাকে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক এর মাঝে কানেক্টেড থাকতে হবে।

Must Read:৫ টি উপায়ে দ্রুত করুন ল্যাগ করা এন্ড্রয়েড মোবাইল

ওয়াইফাই ইউজার দেখা এবং ডিসকানেক্ট করা:

এখন শেষ ধাপ হচ্ছে আপনার নেটওয়ার্ক এনালাইজ করা যখন আপনার স্কেন করা শেষ হয়ে যাবে তখন আপনি আপনার নেটওয়ার্ক এ কানেক্ট ক্রিত সব ইউজারদের ডিভাইসের আইপি পেয়ে যাবেন আপনি চাইলে এথিকাল হ্যাকিং এর জন্য এগুলাকে কাজে লাগাতে পারেন। নিচের স্ক্রিনশট এ দেখা জাচ্ছে বাটনটি ডান দিকে দেওয়া আছে মানে তারা আপনার রাউটার ব্যবহার করছে এখন আপনি যদি এটিকে বাম দিকে দিয়ে দেন মানে জাস্ট একটি ক্লিক করেন তাহলেই তাদের নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে।

Pixel Netcut আরোও অনেক কাজে ব্যবহার করা যায়. Port স্কেনিং. এথিকাল হ্যাকিং. ইত্যাদি। আজকের মত বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকুন এবং ভিসিট করুন বাংলাপেনে

দেখে আসুন আমার আরোও কিছু পোস্ট:

কিভাবে মেটাস্পলয়িট টুল দিয়ে যে কারোর কম্পিউটার হ্যাক করে ভয়েস রেকর্ড শুনবেন

কালি লিনাক্স ইন্সটল দিয়ে যে ৫ টি কাজ করতে ভুলবেন না

৬০% ব্যাটারি রক্ষা করতে পারেন ইউটিউব এর ডার্ক মুড অন করে

Exit mobile version