#TrickBDCompetition
গত পোস্টে আমি ইমেই স্পুফিং নিয়ে বিস্তারিত পোস্ট করেছিলাম।৭৫-৮২% ইউজারদের কোনো সমস্যা হয় নাই।
বাকি ২০-২৫% ইউজার হলো তারা যারা পোস্ট পাবলিশ হবার অনেক পরে ট্রাই করেছিলেন।যার কারনে আগের ইউজারদের অধিক ব্যবহারের ফলে গুগল API টা খারাপ হয়ে গিয়েছিল।
তাই শেষের ইউজারদের ইমেইল সেন্ড হয় নাই।তাই তারা কমেন্টেও অনেক কথা বলেছে।
তাই আজকে আমি অ্যাপটি আপগ্রেড এবং API re-install করেছি।এখন আশা করি তেমন কোনো সমস্যা হবে না।তাই অ্যাপটি ইন্সটল করার আগে ইউটিউব থেকে মেইল সেবডিং এর প্রুফ দেখে নিনঃ
আমি ভিডিও embled করতে পারতেছি না।তাই এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন।

কিভাবে স্পুফিং করবেন তার জন্য আমার পোস্ট দেখুনঃ
Click Here

এবার আশা করি কমেন্টে কোনো খারাপ মন্তব্য করবেন না।
শালীনতা বজায় রাখতে শিখুন।নিজের ও পরিবারের ভদ্র পরিচয় সবসময় বজায় রাখুন।

অ্যাপটি ডাউনলোড করুনঃ

গুগলের নিজস্ব মেইল যেমনঃ
noreplay@google.com,noreplay@adsence.com.
overall গুগলের কোনো অফিসিয়াল মেইল এড্রেস দিয়ে মেইল করার চেষ্টা করবেন না।এতে API ক্রাস করে।এ জন্য স্পুফিং করতে গুগুলের অফিশিয়াল মেইলকে সামান্য মোডিফাই করে মেইল করবেন।এতে মেইল সেন্ড হবে সেই সাথে API ও ঠিক থাকবে।

যদি কোনো সমস্যা হয়ে তবে অবশ্যই কমেন্ট করবেন। আমি অ্যাপ আপডেট করে দিব।
সাথেই থাকুন।

8 thoughts on "Email-Spoofing আগের পোস্টের সব সমস্যার সমাধান এবং অ্যাপ আপডেট v2.0"

  1. Avatar photo Prince Durjoy Contributor says:
    ei post r ager post r fake….reported
    abal marka #friendsclub.ga website ti link na diye faltu app banaye dice…..taw abr kaj kre na ektu o
  2. Error404 Contributor says:
    এটা কি Apps না Ads এর বাইক্স
    1. Rayhan Hosen Refat Author Post Creator says:
      ভাই আমার ও কিছু করার নাই??
      আমি যেমন পাইছি
      কিন্তু,কাজ হয় এটা আসল ব্যাপার
    2. Avatar photo Xpressbd Contributor says:
      এই শালার গালে গালে, জুতা মারো তালে তালে। এত Ads আর কাজ করে না। একবার ইমেইল গেলে আর যাওয়ার খবর থাকে না।
  3. Avatar photo subarnoXpress Contributor says:
    এই শালার গালে গালে, জুতা মারো তালে তালে। এত Ads আর কাজ করে না। একবার ইমেইল গেলে আর যাওয়ার খবর থাকে না।
  4. Avatar photo Xpressbd Contributor says:
    এই শালার গালে গালে, জুতা মারো তালে তালে। এত Ads আর কাজ করে না। একবার ইমেইল গেলে আর যাওয়ার খবর থাকে না।
  5. Sabbirbbs Contributor says:
    What the f*ck man…
  6. Nymul Contributor says:
    kono option ase na

Leave a Reply