#TrickBDCompetition
ট্রিকবিডি.কম থেকে সজিব আবারো আপনাদের কাছে একটি নতুন টিউন নিয়ে এসেছি,আসা করি সাবার কাজে লাগবে।
কালি লিনাক্স আমরা অনেকেই ব্যবহার করার জন্য এবং আমাদের এন্ড্রয়েড ডিভাইসে এই পেন্ট্রেস্টিং টুলসটি ইন্সটল করার জন্য অনেক পাগল প্রায় হয়ে থাকি.কেউ কেউ এর জন্য টারমাক্স ইউজ করে থাকেন আবার কেউ লিনাক্স ডিপ্লয় দিয়েও সফল হয় নি না না ধরনের সমস্যা। আজকে আমি আপনাদের সাথে এমন দুটি এপস সেয়ার করব এবং কিভাবে এই ২টি এপ্স এর সাহায্য আপনার ডিভাইসকে হ্যাকিং মেশিন বানাবেন তা দেখাতে চলেছি।
কালি লিনাক্স কি? এবং এটি দিয়ে কি করা জায়?
সাধারনভাবে বলতে গেলে কালি লিনাক্স হচ্ছে ডেভিয়ান ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম জা সিকুরিটি এক্সপার্টদের জন্য ডেভেলাপ করা হয়েছে এবং এটি দিয়ে অনেক কিছু হ্যাক করা যায়। যেমন: ওয়াইফাই হ্যাকিং. ফেইসবুক পাসওয়ার্ড হ্যাকিং.মেইল স্পুফিং. বম্বিং. ওয়েবসাইট হ্যাকিং আরোও অনেক কিছু বলে শেষ করা যাবেনা।
পড়ুন-কালি লিনাক্স ইন্সটল দিয়ে যে ৫ টি কাজ করতে ভুলবেন না
এবার আসুন মুল পোস্ট এ প্লেস্টর থেকে প্রথমে এই দুটি এপ্স ডাউনলোড করতে হবে এবং এর জন্য আপনার ডিভাইসটি রুট এর প্রয়োজন নেই রুট ছাড়াই চালাতে পারবেন।
ConnectBot এপ্স ইন্সটল করা:
কানেক্ট বুট এপ একটি SSH ক্লায়েন্ট এপ্স যেটি User land এর সাহায্য আপনাকে SSH এর সাথে কানেক্ট করাবে।
- Play Store Link: ConnectBot (free)
- F-Droid Link: ConnectBot (free)
UserLAnd এপ্স ইন্সটল করা:
ডাউনলোড করা হয়ে গেলে আমাদের একটি নতুন ফাইল সিস্টেম ক্রিয়েট করতে হবে এরজন্য প্রথমে আপনাকে USERLAND এপ্স এ ওপেন করে রিফ্রেস করুন তারপর কিছু অপেক্ষা করুন লিনাক্সের সব ড্রিস্ট্রের নাম দেখাবে। এখন কালি লিনাক্স ইন্সটল করার জন্য Kali সিলেক্ট করুন।
তারপর কালি লিনাক্সে ক্লিক করার পর একটি পপ আপ ইন্টারফেস আসবে যেখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। প্রথমে ইউজার নেইম এবং নিচের ঘরে পাসওয়ার্ড দিন
পাসওয়ার্ড ভুলে গেলে হবে না মনে রাখতে হবে।
তারপর Userland 100 এম্বির ভিতর একটি ফাইল ডাউনলোড করবে এবং নিজে থেকেই ইন্সটল হবে।
ইন্সটল হচ্ছে।
যখন ইন্সটল কম্পলিট হয়ে যাবে Sessions কি তে ক্লিক করুন এবং CONNECTBOT এপ দিয়ে ওপেন করুন।
আপনার হ্যাকিং ডিভাইসটি রেডি।
পড়তে ভুলবেন না-কালি লিনাক্স ইন্সটল দিয়ে যে ৫ টি কাজ করতে ভুলবেন না
আপডেইট করুন:
এখন আপনাদের যে কাজ টি করা জরুরি তা হচ্ছে আপনার হ্যাকিং মেশিন কে আপডেইট করা এর জন্য কমান্ড দিন। APT-UPDATE
খুব তাড়াতাড়ি ই নতুন টিউটোরিয়াল আসতে চলেছে এথিকাল হ্যাকিং এর এর জন্য আমাদের সাথেই থাকুন। আজকের পোস্ট কেমন হল জানাতে ভুলবেন না।
আমাদের সাইটে চলছে ওয়ার্ডপ্রেস এর থিম ডেভলপিং। আপনারা যারা প্রোগ্রামিং বা ওয়েব ডেভলপিং এর ফ্রি কোর্স করতে চান কিছু শিখে নিজের মোবাইল দিয়ে ওয়েব ডেভলপিং করে হাত খরচ আনতে চান। তারা এখান থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভলপিং এর সিরিজ টি দেখতে পারেন এখানে
আর যদি এরকম আরও সিরিজ বা ফ্রি কোর্স চান তবে আমাদের সাইটে রেজিষ্ট্রেশন করতে ভুলবেন্না।
৫ টি ফ্রি Blu ray ডিস্ক বার্নিং সফটওয়্যার আপনার পিসির জন্য
৬০% ব্যাটারি রক্ষা করতে পারেন ইউটিউব এর ডার্ক মুড অন করে