Site icon Trickbd.com

[Cashzine] Termux দিয়ে হ্যাক করে আনলিমিটেড টাকা ইনকাম করুন এবং পেমেন্ট পাবেন পেপালে।[Hack]

Unnamed

এই পোস্টে আর্নিং এর চেয়ে বেশি লার্নিং এর দিকে মনোযোগ
দেয়া হবে তাই এটি অনলাইন আর্নিং ক্যাটাগরিতে রাখিনি। এই পোস্ট
শেষে আপনার নিজেকে কিছুটা হলেও হ্যাকার হ্যাকার মনে হবে?

আজকের কাজটি কয়েকটি ধাপে করতে হবে এবং তা নিচে দেয়া হলঃ

DOWNLOAD

নিচের লিংক থেকে সব সফটওয়্যার এবং ফাইল ডাউনলোড করে নিন।
Http Canary
Termux
Cashzine Reffer
Cashzine Playstore
Cashzine Files
সকল সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করুন এবং একাউন্ট খুলে নিন এবং প্রাথমিক
সেটাপ করার থাকলে করে নিন, যিপ ফাইল আনযিপ করে cashzine ফোল্ডারটি internal storage
এ রাখুন।

TERMUX SETUP

এরপরের কাজ হবে টারমাক্স সেটাপ দেয়া। নিচের স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।






ফোনে এর জন্য ২-৩শ এম্বি ডাটা থাকতে হবে যদি প্রথমবার ইন্সটল দিয়ে থাকেন।

CASHZINE FILE SETUP


ফোল্ডারের ভেতর Config.pho নামে এক ফাইল পাবেন সেটি ওপেন করুন।

HTTP CANARY SETUP

এখানে বলার কিছু নেই। স্ক্রিনশট দিচ্ছি তা দেখলেই বুজবেন কি করতে হবে।



ওপেন করা শেষে সেখানে cashzine add করুন এবং মিনিমাইজ করুন।

CASZINE SETUP

CODE:4135819 আমার অথবা যেকারো রেফার কোড দিলে ৮ হাজার কয়েন পাবেন
অথবা উপরের লিংক থেকে ডাউনলোড করলেও পাবেন ৮ হাজার কয়েন।
বেকগ্রাউন্ডে http canary চলাকালীন Cashzine এপ এর মধ্য আসুন এবং সেখানে
যেকোনো একটি নিউজ পড়ুন। উপরে নিচে নামবেন নিউজ পড়ার সময়। তারপর
৫০ কয়েন নেয়া হলে গেলে পুনরায় http canary তে প্রবেশ করুন।


CODE FROM CANARY

এবার http canary তে ফিরে এসে দেখবেন অনেক ফাইল তৈরি হয়ে
গিয়েছে। সেখান থেকে সার্চ এ যান এবং server host এ গিয়ে gateaway তে টিক
মার্ক দিন এবং হোম এ আসুন। সেখানে প্রথম ফাইলটিতে ক্লিক করুন। চিনতে পারার সুবিধার্থে
মার্ক করে দিয়েছি। সেখান থেকে Request এ এবং তারপর Text এ যান এবং
সম্পূর্ণ Text টি কপি করুন।





RENAME CASHZINE FILE

এবার সর্বপ্রথমে ক্যাশজিনের config.php নামক যে ফাইলটি ওপেন
করেছিলেন সেখানে যান এবং এই কোডটি পেস্ট করে দিন। খেয়াল রাখবে
যেখানে xxxx লেখা আছে সেখানেই পেস্ট করবেন। কোনো কমা, বা কিছু
মুছে গেলে আর কাজ করবে না। পেস্ট করা হলে ফাইলটি সেইভ করুন।


এবার সকল সেটাপ বা যাবতীয় মেইন কাজ শেষ এবার আসবেন আসল
কাজে। এর আগের কোনো স্টেপ বাদ পড়ে থাকলে চেক করে নিন।

EARN COIN UNLIMITED

প্রথমে Thermux ওপেন করবেন এবং বেকগ্রাউন্ড অবশে cashzine এপটি
চালু থাকতে হবে। বাকি কাজ গুলো স্ক্রিনশট দেখে দেখে করুন। এখানে মেইন
টার্গেট হবে থার্মাক্স এর মাধ্যমে স্টোরেজ থেকে bot.php ফাইলটি
রান করানু। যদি এক্সপার্ট হয় থাকেন তবে অন্যান্য উপায়ে করতে পারেন।
আমার ক্ষেত্রে ফাইলটি নিম্নোক্ত মাধ্যমে রান হয়েছে তাই এভাবে করুন
যারা জানেন না।


PROOF OF EARNING



সতর্কতা

Termux চলাকালীন cashzine ও চালু থাকতে হবে বেকগ্রাউন্ডে
এবং একাউন্ট নিরাপদ রাখতে টানা বেশিক্ষণ চালু রাখবেন না এপ,
এক মোবাইলে একাধিক একাউন্ট খুলে রেফার নিবেন না।

LEGIT OR SCAM

আমার গবেষণা বলে এটি একটি বিশ্বস্থ আপ এবং পেমেন্ট দেয়। যেহেতু এটি
কোনো আর্নিং পোস্ট ছিল না তাই প্রুফ দেয়ার প্রয়োজন মনে করি না।
এই ট্রিক অন্যান্য এপ এ কাজে লাগিয়ে দেখতে পারেন কাজে লাগে
কিনা এবং এখানেও কাজ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন
অথবা আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন সেখানে আমাকে মেসেজ দেয়ার অপশন
খুজে পাবেন।
JOIN MY TELEGRAM