আজকের পোস্ট হচ্ছে কীভাবে Clipclap এ আনলিমিটেড
ট্রেসার বক্স আর্ন করবেন।
কথা না বাড়িয়ে চলুন সোজা কাজে চলে
আসি। আজকের পোস্টে কয়েকটি ধাপ ফলো করতে হবে তা হলঃ

  • একাউন্ট খোলা
  • Clipclap ক্লোন করা।
  • Termux রান করানো।

DOWNLOAD ALL

Clipclap Script
App Clone
Termux

একাউন্ট খোলা

শুধুমাত্র নতুন ইউজার যারা একাউন্ট খুলেননি তাদের জন্য। বাকিরা এই পার্ট স্কিপ করতে পারেন।
তবে Termux ইউসের ক্ষেত্রে আমি বলব নতুন একাউন্ট খুলতে কারণ ক্লোন এপ এ নতুন একাউন্ট লাগবে
এবং ফেসবুক দিয়ে নতুন একাউন্ট লগিন করলে ভাল হয়।

Playstore
Reffer
রেফার কোড ইউস করলে সাইন আপ বোনাস হিসেবে ১ ডলার পাবেন।
রিডিম এ গিয়ে কোডটি বসিয়ে দিলেই পেয়ে যাবেন বোনাস।
Code:67WC7925

CLIPCLAP CLONE

ক্লোনার এপটিতে গিয়ে Clipclap ক্লোন করে নিন। আপনার সুবিধার্থে আইকনে কিছুটা পরিবর্তন
আনুন এবং ক্লোন করার আগে Privacy And Clone Option এ গিয়ে কিছু জায়গায়
টিক মার্ক দিয়ে দিন নিচের স্কিনশট এর মত।


TERMUX SETUP AND RUN

যাদের Termux ইন্সটল করা নেই তারা প্লে স্টোর থেকে ইন্সটল করুন এবং
সেটাপ করে নিন। এতে কোনো রুট এর প্রয়োজন নেই। যাদের ইন্সটল করা নেই
তাদের প্রথমে কিছু কমান্ড দিয়ে সেটাপ করে নিতে হবে Termux. কমান্ডগোলো হল

  • pkg update
  • pkg upgrade
  • pkg install nano
  • pkg install git
  • pkg install php

সেটাপের পর্ব শেষ, এবার হচ্ছে কানেক্ট করার পর্ব।
প্রথমে Clipclap যিপ টি আনযিপ করে bot.php ফাইলটি কোথাও
রাখুন। এবার Termux ওপেন করেন কমান্ড দিয়ে ফাইলটি রান
করান। যারা জানেন না তাদের জন্য বলছি কমান্ডটি হবে কিছুটা
এরকমঃ প্রথমে cd লিখে Enter দিন। এতে আপনার ড্রাইভে আসবে।
তারপরে ls লিখে Enter দিন এতে কি কি ফাইল আছে তা দেখাবে।
যেমনঃ আমার দেখাচ্ছে storage. তাই storage এ প্রবেশ করার জন্য
কমান্ড দিতে হবে cd storage. তারপর ls দিলে দেখবেন অনেক ফোল্ডার
আছে। সেখান থেকে যাবেন cd shared এখানে গেলেই ফোন মেমোরির
সকল ফাইল ফোল্ডার দেখা যাবে। bot.php যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে যান
cd কমান্ড দিয়ে দিয়ে। ফোল্ডারে পৌছালে ls দিয়ে যদি দেখেন bot.php ফাইলটি
দেখাচ্ছে তবে কমান্ড দিবেন php bot.php এটি দিলেই স্ক্রিপ্ট রান
করবে।

TERMUX

স্ক্রিপ্ট অফ করতে পারছিনা তাই এই অংশটুকুর স্ক্রিনশট নিতে পারিনি Termux এ। তবে Step By
Step বলে দিচ্ছি।

  • Step-1: Input Key. উপরে দেখুন Download New Key লিখা আছে সেই লিংকটি কপি
    করে ব্রাউজারে পেস্ট করুন। একটি পেইজ আসবে সেখানে গেলেই key পেয়ে যাবেন এবং
    তা এসে Termux এ পেস্ট করুন।
  • Step-2: Device Id. এর জন্য আপনাকে যেতে হবে App Cloner –> Cloned App –> Clipclap
    তারপর 3 Dot Menu থেকে Preferences Editor এ যান। তারপর Preference এবং তারপর Device Id তে
    ক্লিক করুন। আইডিটি কপি করে Termux এ পেস্ট করুন।



  • Step-3: Token. টোকেন এর জন্য আপনাকে আবার সেইম জায়গায় গিয়ে অর্থাত্ Preferences এ গিয়ে
    Clipclap সিলেক্ট করতে হবে সেখানে নিচে গেলেই পেয়ে যাবেন।
  • Step-4: Userid. একই জায়গাতেই ইউজারাইডি পেয়ে যাবেন।

ব্যাস। কাজ শেষ এবার আরামসে সব কাজ অটোমেটিক হয়ে যাবে।

Script এর কাজ

আমি দেখলাম এই স্ক্রিপ্ট ২ টি কাজ করে। প্রথম কাজ ৩০ সেকেন্ড পর পর
ট্রেজার বাক্স ক্লেইম করে যা ম্যানুয়েলি ৫-১৫ মিনিট বা আরো অনেক বেশি সময় নেয়।
কিন্তু ১৫-২০ টি ক্লেইম করার পর তা অফ হয়ে যায় এবং Clipclap Aquarium গেইমটি খেলতে
থাকে। এই গেইমটি খেলে খেলে অটোমেটিক আপনার একাউন্টে কয়েন বাড়তে থাকবে।
আর এই কয়েন আপনি ডলারে কনভার্ট করতে পারবেন। 10k-100k=1usd. আপাতত এইটুকু
কাজই দেখলাম।


SUPPORT ME

আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন চাইলে।
JOIN MY TELEGRAM CHANNEL

45 thoughts on "[Clipclaps] হ্যাক করে নিয়ে নিন আনলিমিটেড কয়েন এবং ফ্রী ট্রেজার বক্স Termux দিয়ে।[No Root]"

  1. Avatar photo Mahmud101 Contributor says:
    যাদের Termux ইন্সটল করা নেই তারা প্লে স্টোর থেকে ইন্সটল করুন এবং

    সেটাপ করে নিন। এতে কোনো রুট এর প্রয়োজন নেই। যাদের ইন্সটল করা নেই
    তাদের প্রথমে কিছু কমান্ড দিয়ে সেটাপ করে নিতে হবে Termux. কমান্ডগোলো হল
    pkg update
    pkg upgrade
    pkg install nano
    pkg install git
    pkg install ph
    ভাই এই অংশটা বুঝিনি!

    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      Pkg update এইটা লিখে Enter দিন। এইভাবে সবগুলো লিখে ইন্টার দিন। তারপর কিছু ফাইল ইন্সটল হবে।
  2. Avatar photo Nishat Contributor says:
    Key to ase na vai… Help pls.
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      K9147e74275052d68a5523be8f491da67 এইটা কাজ করে কিনা দেখেন
  3. Avatar photo Shahed Noor Contributor says:
    Vi payment kise kore bitcoin e??
  4. Malaylayek1 Contributor says:
    সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু ভুল করে useridর যায়গায় uuid দিয়ে ফেলেছি। এখন error internet error এরকম দেখাচ্ছে। কি ভাবে ঠিক করব বলতে পারেন?
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      config.json এই নামে একটা ফাইল পাবেন যে ফোল্ডারে bot.php রেখেছেন সেখানে। এই ফাইলটি Text Editor দিয়ে ওপেন করে id চেইঞ্জ করে দিন।?
    2. Malaylayek1 Contributor says:
      হুম… হয়ে গেছে। আচ্ছা buzzbreak অ্যাপটার এরকম কোনো script দিতে পারবেন??? ওই অ্যাপটা আসলে ইনস্ট্যান্ট পেমেন্ট করে তাই আরকি…
    3. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      ট্রাই করব দেখি। আজকে হঠাৎ দেখি buzzbreak এ আমার ৫ ডলার ৫০ ডলার হয়ে গেছে?। যেখানে ৫০০০০ কয়েন এ ০.৫০ ডলার ছিল তা এখন ৫ ডলার হয়ে গেছে।
    4. Malaylayek1 Contributor says:
      না অ্যাপটা পেমেন্ট দিল না। $১ উইথড্র করেছিলাম Decline করে দিয়েছে Cheating করার জন্য…..
  5. Tanvirhd Contributor says:
    cd
    is
    comand dile no command is found dekhai
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      Ls
    2. Avatar photo Mahmud101 Contributor says:
      ls ki?
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      ?
    1. Tanvirhd Contributor says:
      vai device id to pai na
  6. Avatar photo NS Sabur Legend Author says:
    ভাই টারমুক্স ইউজ করলে পেমেন্ট পাবেনা 100%….
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      ব্র এইটা হ্যাকিং ক্যাটাগরির পোস্ট?
    2. Malaylayek1 Contributor says:
      এই রকম script বানায় কিভাবে সেটা পোস্ট করুন তবে না সেটা হবে Hacking Catagoryর পোস্ট….
    3. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      Hmm
  7. sadia+aktar Contributor says:
    পোস্ট দেখে হাগা লাগছে।
  8. hackerboy Contributor says:
    আপনার কি করুনা হইছে। এই আপস আর পেমেন্ট দেই না।
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      পেমেন্ট দেয় কি দেয় না সেইটা আমার দেখার বিষয় না?। আমি অনলাইন আর্নিং নিয়ে পোস্ট করিনি, এইটা কোন ক্যাটাগরির পোস্ট দেখে নিন।
    2. Avatar photo NS Sabur Legend Author says:
      ভাই আপনার কথাটা এরকম বলছেন কেন আপনি আপনি আর্নিং পোস্ট করেন নি তাহলে রেফার কোড দিতে বলছেন কেন……
  9. Masum+Parvej Contributor says:
    সত্যি ভাই আপনি একটা আ’বুল।
  10. Avatar photo Sojol Rana Contributor says:
    vai apnr fb id den
  11. Avatar photo MS joy Contributor says:
    Cd
    Ls
    Dela kiso ase na
    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      cd ls
      Termux-setup-storage
  12. Avatar photo MD Delowar Hosan Contributor says:
    Amar paypal account nai vai????
  13. Shuvo Anindo Contributor says:
    Vai games ar trick kaj korce na. All fish are full dekay, 60 sec load hoy. Kono coin add hoy na.

    Cd adm command ta kaj kore na.

    1. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      আমি ফাইল Adm ফোল্ডারে রাখসি তাই cd adm দিসি। আপনার যেখানে আছে সেখানে দিন
    2. Shuvo Anindo Contributor says:
      Games ar kono coin add hoy na kano?
    3. Avatar photo YASIR-YCS Author Post Creator says:
      মাছ বিক্রি করলে হবে
  14. Avatar photo Nazmul Islam Author says:
    cheat kore payment psisen apni??
  15. Avatar photo Nazmul Islam Author says:
    youtube hazar video ase amon
  16. Avatar photo Ripon khan Contributor says:
    পুরাই একটা ফালতু জিনিস দিলেন। আরে ভাই আপনি উইথড্র দিছেন??? যানেন না, এই এপে এখন আর প্রেমেন্ট করে না?? ফালতু না জেনে পোস্ট করে বসে আছেন। পাবলিকদের বোকা পাইছে
  17. Tanjid Contributor says:
    Vai ,apnar us verified PayPal acc ase??aktu fb I’d ta dien ekta help lagve.
  18. Avatar photo Sarwar Contributor says:
    I am not find device id
    1. Avatar photo Sarwar Contributor says:
      Sorry,that is i can not find device id

Leave a Reply