আজকের পোস্ট হচ্ছে কীভাবে Clipclap এ আনলিমিটেড
ট্রেসার বক্স আর্ন করবেন। কথা না বাড়িয়ে চলুন সোজা কাজে চলে
আসি। আজকের পোস্টে কয়েকটি ধাপ ফলো করতে হবে তা হলঃ
- একাউন্ট খোলা
- Clipclap ক্লোন করা।
- Termux রান করানো।
DOWNLOAD ALL
Clipclap Script
App Clone
Termux
একাউন্ট খোলা
শুধুমাত্র নতুন ইউজার যারা একাউন্ট খুলেননি তাদের জন্য। বাকিরা এই পার্ট স্কিপ করতে পারেন।
তবে Termux ইউসের ক্ষেত্রে আমি বলব নতুন একাউন্ট খুলতে কারণ ক্লোন এপ এ নতুন একাউন্ট লাগবে
এবং ফেসবুক দিয়ে নতুন একাউন্ট লগিন করলে ভাল হয়।
Playstore
Reffer
রেফার কোড ইউস করলে সাইন আপ বোনাস হিসেবে ১ ডলার পাবেন।
রিডিম এ গিয়ে কোডটি বসিয়ে দিলেই পেয়ে যাবেন বোনাস।
Code:67WC7925
CLIPCLAP CLONE
ক্লোনার এপটিতে গিয়ে Clipclap ক্লোন করে নিন। আপনার সুবিধার্থে আইকনে কিছুটা পরিবর্তন
আনুন এবং ক্লোন করার আগে Privacy And Clone Option এ গিয়ে কিছু জায়গায়
টিক মার্ক দিয়ে দিন নিচের স্কিনশট এর মত।
TERMUX SETUP AND RUN
যাদের Termux ইন্সটল করা নেই তারা প্লে স্টোর থেকে ইন্সটল করুন এবং
সেটাপ করে নিন। এতে কোনো রুট এর প্রয়োজন নেই। যাদের ইন্সটল করা নেই
তাদের প্রথমে কিছু কমান্ড দিয়ে সেটাপ করে নিতে হবে Termux. কমান্ডগোলো হল
- pkg update
- pkg upgrade
- pkg install nano
- pkg install git
- pkg install php
সেটাপের পর্ব শেষ, এবার হচ্ছে কানেক্ট করার পর্ব।
প্রথমে Clipclap যিপ টি আনযিপ করে bot.php ফাইলটি কোথাও
রাখুন। এবার Termux ওপেন করেন কমান্ড দিয়ে ফাইলটি রান
করান। যারা জানেন না তাদের জন্য বলছি কমান্ডটি হবে কিছুটা
এরকমঃ প্রথমে cd লিখে Enter দিন। এতে আপনার ড্রাইভে আসবে।
তারপরে ls লিখে Enter দিন এতে কি কি ফাইল আছে তা দেখাবে।
যেমনঃ আমার দেখাচ্ছে storage. তাই storage এ প্রবেশ করার জন্য
কমান্ড দিতে হবে cd storage. তারপর ls দিলে দেখবেন অনেক ফোল্ডার
আছে। সেখান থেকে যাবেন cd shared এখানে গেলেই ফোন মেমোরির
সকল ফাইল ফোল্ডার দেখা যাবে। bot.php যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে যান
cd কমান্ড দিয়ে দিয়ে। ফোল্ডারে পৌছালে ls দিয়ে যদি দেখেন bot.php ফাইলটি
দেখাচ্ছে তবে কমান্ড দিবেন php bot.php এটি দিলেই স্ক্রিপ্ট রান
করবে।
TERMUX
স্ক্রিপ্ট অফ করতে পারছিনা তাই এই অংশটুকুর স্ক্রিনশট নিতে পারিনি Termux এ। তবে Step By
Step বলে দিচ্ছি।
- Step-1: Input Key. উপরে দেখুন Download New Key লিখা আছে সেই লিংকটি কপি
করে ব্রাউজারে পেস্ট করুন। একটি পেইজ আসবে সেখানে গেলেই key পেয়ে যাবেন এবং
তা এসে Termux এ পেস্ট করুন।
- Step-2: Device Id. এর জন্য আপনাকে যেতে হবে App Cloner –> Cloned App –> Clipclap
তারপর 3 Dot Menu থেকে Preferences Editor এ যান। তারপর Preference এবং তারপর Device Id তে
- Step-3: Token. টোকেন এর জন্য আপনাকে আবার সেইম জায়গায় গিয়ে অর্থাত্ Preferences এ গিয়ে
Clipclap সিলেক্ট করতে হবে সেখানে নিচে গেলেই পেয়ে যাবেন।
- Step-4: Userid. একই জায়গাতেই ইউজারাইডি পেয়ে যাবেন।
ব্যাস। কাজ শেষ এবার আরামসে সব কাজ অটোমেটিক হয়ে যাবে।
Script এর কাজ
আমি দেখলাম এই স্ক্রিপ্ট ২ টি কাজ করে। প্রথম কাজ ৩০ সেকেন্ড পর পর
ট্রেজার বাক্স ক্লেইম করে যা ম্যানুয়েলি ৫-১৫ মিনিট বা আরো অনেক বেশি সময় নেয়।
কিন্তু ১৫-২০ টি ক্লেইম করার পর তা অফ হয়ে যায় এবং Clipclap Aquarium গেইমটি খেলতে
থাকে। এই গেইমটি খেলে খেলে অটোমেটিক আপনার একাউন্টে কয়েন বাড়তে থাকবে।
আর এই কয়েন আপনি ডলারে কনভার্ট করতে পারবেন। 10k-100k=1usd. আপাতত এইটুকু
কাজই দেখলাম।
SUPPORT ME
আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন চাইলে।
JOIN MY TELEGRAM CHANNEL
সেটাপ করে নিন। এতে কোনো রুট এর প্রয়োজন নেই। যাদের ইন্সটল করা নেই
তাদের প্রথমে কিছু কমান্ড দিয়ে সেটাপ করে নিতে হবে Termux. কমান্ডগোলো হল
pkg update
pkg upgrade
pkg install nano
pkg install git
pkg install ph
ভাই এই অংশটা বুঝিনি!
is
comand dile no command is found dekhai
Ls
Dela kiso ase na
Termux-setup-storage
Cd adm command ta kaj kore na.