Site icon Trickbd.com

Girl friend এর imo, whatsapp, messenger, viber এর Call record হ্যাক করুন আর ‍শুনুন আপনার ফোনে।

Hello Trickbdians, Whats up!!

Girl friend এর imo, whatsapp, messenger, viber এর Call record হ্যাক করুন আর ‍শুনুন আপনার ফোনে।

আজ অনেকদিন পর একটা ট্রিক নিয়ে হাজির হলাম।

আজ একটা  Google play protect supported app দিয়ে কল রেকর্ড হ্যাক করে দেখাবো।

এই এপ এর মাধ্যমে imo, whatsapp, messenger, viber ইত্যাদির কল রেকর্ড করতে পারবেন। যা অন্য কোন এপ এর মাধ্যমে পারবেন না।

তবে অনেকে হয়তো Spy এপ এর কথা ভাবছেন, এইসব স্পাই এপ দিয়ে করা যায়। কিন্তু স্পাই এপ ফোনের জন্য মুটেও ভালো নয়। বিস্তারিত  জানতে google it. আর আমার কাছ থেকে জানতে চাইলে বলবো, Spy এপ দিয়ে পুরো ফোন মনিটর করা যায়। আর স্পাই এপ এর বিস্তারত জানতে এখানে ক্লিক করুন

তো কথা না বাড়িয়ে কাজে নেমে পরি।

এটা করার জন্য আপনার যা যা লাগবে-

  1. Cube Acr  Pro/mod   Download
  2. Dropbox account 
  3. Dropbox app.  > Search on playstore

প্রথমে ভিক্টিমের (যার কল রেকর্ডহ্যাক করবেন)  ফোনে Cube Acr app টা download and install দিন। ইন্সটল দিয়ে ওপেন করার আগে আরেকটা কাজ করতে হবে। Google Chrome ওপেন করে www.dropbox.com এ গিয়ে জিমেইল আর পাস দিয়ে একটা একাউন্ট করে আসেন। এই অংশটা দেখালাম না, কারন এগুলা সিম্পল কাজ,  সবাই পারেন আশা করছি।

এখন Cube acr টা ওপেন করুন। ধাপে ধাপে কয়েকটা পার্মিশন চাইবে,  দিয়ে দিন।

 

 

এখানে এসে আপনাকে কল রেকর্ড টেস্ট করতে বলবে। আপনি Phone সিলেক্ট করে ৫/৭ সেকেন্ডের একটা কল দিয়ে টেস্ট করে নেন।

 

তারপর এপ এ ফিরে আসেন।

এপে আসার পর এপে কিছু কনফিগার করতে হবে।

এখানে তিনটা ধাপে কাজগুলা করতে হবে।

আমি সেগুলা নিচে লিস্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।

  1. Recordings
  2. Backup and Storage
  3. Miscellaneous

এই তিনটা অপশন পেয়ে যাবেন এপ এর মেনু বাটনে ক্লিক করলেই।

তো চলুন এবার তিনটা সেটিং করে নেই। আমি এখানে কমান্ডো স্টাইলে দেখাবো যেনো বুঝতে সহজ হয়। আমি যেভাবে কমান্ড দিবো আপনারা সেভাবে গিয়ে জাস্ট অন/অফ করে আসবেন। আর পোষ্টের শেষে ভিডিও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অকে,  তাইলে শুরু করছি।

প্রথমে চলে যান Recordings এ

Recordings >>>

এখানে গিয়ে নিচের কমান্ড যেভাবে আছে সেভাবে সেট করে দিন। না বুঝলে স্ক্রিনশট দেখুন।

এবার চলে যান Miscellaneous এ

Miscellaneous >>>

এখানে গিয়ে নিচের কমান্ড যেভাবে আছে সেভাবে সেট করে দিন। না বুঝলে স্ক্রিনশট দেখুন।

এবার চলে যান Backup and Storage এ

Backup and Storage >>>

এখানে গিয়ে নিচের কমান্ড যেভাবে আছে সেভাবে সেট করে দিন। না বুঝলে স্ক্রিনশট দেখুন।

 ঐ যে dropbox একাউন্ট করেছিলেন, ঐটা এখন লাগবে। একাউন্ট না থাকলে এখন  খুলে নিন। তারপর এপ এ ফিরে এলে All  recordings দিয়ে দিন।

তো এই হলো মুটামুটি সেটিংস করার প্রসেস।

এবার একটা কল দিয়ে টেস্ট করে নিন সব ঠিকঠাক আছে কিনা..

এবার আপনি ভিক্টিমের ফোনে এপটা হাইড করে দিন। হাইড করার জন্য নতুন ফোন গুলোতে ডিফল্ট অপশন থাকে, না জানলে ফোনের মডেল লিখে গুগুলে সার্চ দেন। আর না পেলে, অথবা না থাকলে Playstore থেকে যেকোন app hide সফটওয়্যার ইন্সটল করে নিন।

এতক্ষন বল্লাম কিভাবে হ্যাক করবেন। এখন আপনার রেকর্ড শুনার পালা। রেকর্ড শুনতে/ডাউনলোড করতে আপনার নিজের ফোনে Playstore থেকে Dropbox এপ টা ডাউনলোড দিয়ে   ঐ (ভিক্টিমের)Dropbox একাউন্ট টা লগইন দিন।

লগইন দিলেই দেখতে পাবেন সকল কল রেকর্ড। যেকোন প্লেয়ার দিয়ে রেকর্ গুলো শুনতে পারবেন।

Done!!!

Video Tutorial: Watch the video to understand easily.

Click To watch Video
তো ফ্রেন্ডস এই ছিলো আজকের টপিক।

কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন।

Facebook: Sayem Khan Pro

পোষ্টটি পড়ে আপনার কোন উপকার হলে আমার ছোট চেনেলটি সাবসক্রাইব করার আমন্ত্রন রইলো।

Post Source: আমি নিজে?

 

Thank you everyone for being with me. Take care.