Site icon Trickbd.com

Google Pay’ তে ফেক মাস্টার কার্ড Add করুন। আর ব্যবহার করুন বিভিন্ন App এর Pro বা Premium ভার্সনের ফ্রি ট্রায়াল!

হ্যালো ভাই ব্রাদার্স!  আশা করছি সকলেই ভাল আছেন।

এরকম হয়েছিল কি কখনো যে, কোনো App  এর ফ্রি ট্রায়াল ইউজ করতে গিয়ে কার্ড ডিটেইলস চাইলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফেরত আসতে হয়েছে?

আপনাদের না হলেও আমার এরকম হয়েছিল বেশ কয়েকবার !

তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার  গুগল একাউন্টে  ফেক মাস্টার কার্ড  Add করবেন সেই উপায়। তো চলুন শুরু করি। প্রথমেই আপনি আপনার  ফোনের একটি ব্রাউজারের ট্যাবে গিয়ে pay.google.com লিখে ব্রাউজ করুন । অথবা ব্রাউজার থেকেই পোস্টটি পড়ে থাকলে এই লিংকে  ক্লিক করুন। এরপর সেই ব্রাউজারে আপনার gmail account  যদি আগেই সাইন ইন করা থাকে তাহলে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন। আর সাইন ইন করা না থাললে সাইন ইন করার অপশন পাবেন।সেখানে সাইন ইন করার পর আপনারা নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস দেখতে পাবেন । একাধিক একাউন্ট লগিন করা থাকলে লাল তীর চিহ্নিত আইকনে ক্লিক করে যে একাউন্টে কার্ড Add করতে চান সেই একাউন্টটি সিলেক্ট করুন। এবার “Add a payment method ” এখানে ক্লিক করুন ।     এবার আমাদের কার্ড ডিটেইলস এর প্রয়োজন  হবে।এক্ষেত্রে  আপনি নিচের স্ক্রিনশটে দেখানো সাইট থেকে কার্ড ডিটেইলস জেনারেট করে নিতে পারেন । Bin এর এখানে 549458 দিয়ে “Generate ” এ ক্লিক করবেন । আমি প্রথম ডিটেইলস টা দিয়েই করে দেখাচ্ছি। কার্ডের ডিটেইলস দেওয়া হয়ে গেলে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশ এখানে শো করবে।আমি যেহেতু বাংলাদেশে অবস্থান করছি তাই এখানে বাংলাদেশ শো করতেছে। এবার আমাদেরকে বাংলাদেশে টাচ করে ব্রাজিল সিলেক্ট করে দিতে হবে। ব্রাজিল সিলেক্ট করা হয়ে গেলে নিচের স্ক্রিনশটের মতো ইন্টারফেস দেখতে পাবেন ।স্ক্রিনশটে দেখানো তথ্যগুলো হুবহু বসিয়ে দিয়ে  “Verify ” এ ক্লিক করুন। (তারিখের জায়গায় পূর্বের যেকোনো সালের একটি তারিখ দিতে পারেন। ) এবার নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস আসলে Address line 1 & 2 তে আপনি আপনার ইচ্ছামতো তথ্য দিয়ে neighbourhood এ ব্রাজিল, State : Bahia ,Town/City: Terea Nova  সিলেক্ট করুন । অতঃপর Post code : 41500290 বসিয়ে আবারও পূর্বের কার্ড ডিটেইলস গুলো দিন । কার্ড ডিটেইলস দেওয়া হয়ে গেলে “Save” এ ক্লিক করুন । ব্যাস! হয়ে গেল ভাই ফেক কার্ড সেভ! এবার “Done” এ ক্লিক করুন । দেখুন আপনার একাউন্টে মাস্টার কার্ড Add হয়ে গেছে! এবার এই একাউন্ট থেকে আপনি যেকোনো App এর ফ্রি ট্রায়াল ইউজ করতে পারবেন। আশা করছি  পোস্ট  টা আপনাদের  ভাল লেগেছে। কোনো সমস্যা ফেস করলে কমেন্ট সেকশনে বিস্তারিত  লিখুন অথবা Facebook Group এ স্ক্রিনশটসহ বিস্তারিত পোস্ট করতে পারেন।

অথবা এখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল থেকে  ভিডিওটি দেখে নিতে পারেন।  

★মেসেঞ্জারে প্রত্যেকে আলাদা আলাদাভাবে একই সমস্যার সমাধান বারবার দেওয়া আসলেই সময় সাপেক্ষ ব্যাপার তাই আমাকে ইনবক্সে নক না করে Facebook Group গ্রুপে পোস্ট করার অনুরোধ করছি।আপনার সমস্যা ইতোমধ্যে কেউ পোস্ট করে ফেললে নতুন করে পোস্ট না করে কমেন্ট বক্স চেক করুন । তো আজ এখানেই শেষ করছি অন্য কোনো পোস্টে আবারও কথা হবে ইনশাআল্লাহ  । আল্লাহ হাফেজ  ?