Site icon Trickbd.com

Google Pay একাউন্টে ফেক মাস্টারকার্ড Add করুন। ( Problem Solved)

আসসালামু আলাইকুম।

আশা করছি সকলেই ভাল আছেন।

এর আগে আমি একটি পোস্টে দেখিয়েছিলাম কীভাবে আপনারা আপনাদের গুগল পে একাউন্টে ফেক মাস্টার কার্ড Add করতে পারেন সেই উপায়। তো অনেকেই সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেটি হচ্ছে ব্রাজিল সিলেক্ট করার পর ট্যাক্স ইনফরমেশন দেওয়ার ফিল্ড টা আসতেছিলনা, সেটা স্কিপ করে বাকি ইনফরমেশনগুলো ঠিকঠাক পূরন করে সেভ করতে গেলে নিচের মতো কার্ড নাম্বার ভুল দেখাচ্ছিলো। 

এই সমস্যাটা দেখে অনেকেই আমার পোস্টকে ফেক পোস্ট ও বলেছেন,কেউ কেউ আবার রিপোর্ট ও করেছেন।

যাই হোক চলুন দেখে নেই এই সমস্যাটির সমাধান।

এক্ষেত্রে প্রথমেই pay.google.com এ চলে যান। যে জিমেইলে সমস্যাটা

হয়েছিল সেই জিমেইলটিতে সাইন ইন করুন। তারপর নিচের মতো ইন্টারফেস আসলে উপরে বাম কর্ণারে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

এবার Settings এ ক্লিক করুন।

সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে একেবারে নিচের দিকে গিয়ে দেখবেন “Close Payment Profile ” নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।

এবার পেমেন্ট প্রোফাইল কেন ক্লোজ করতেছেন সেটির একটি কারন সিলেক্ট করুন অথবা I Don’t want to give a reason এটা সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।

নিচের মতো ইন্টারফেস আসলে close payment profile এ ক্লিক করুন।

এবার আবারও pay.google.com এ চলে যান।

এবার pay.google.com এ আসলে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন।

এখন আমার আগের পোস্টটি ফলো করুন।

আগের পোস্ট : এখানে ক্লিক করুন

কোনো সমস্যা হবেনা আশা করছি, তারপরও যদি সমস্যা ফেস করেন তাহলে কমেন্ট এ বিস্তারিত লিখুন অথবা ফেসবুক গ্রুপে স্ক্রিনশটসহ বিস্তারিত পোস্ট করুন। 

চাইলে ইউটিউব থেকে সরাসরি ভিডিওটি দেখে নিতে পারেন।

আশা করছি পোস্ট টা ভাল লেগেছে, ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।