Site icon Trickbd.com

যেকোনো পেইড অ্যাপ বা গেম এর “invalid license” সমস্যার সমাধান করে নিন। [100% Working]

Unnamed

হ্যালো ভিউয়ার্স,
আশাকরি সবাই সুস্থ আছেন ভালো আছেন।
আজ আমি আপনাদের সামনে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে।
সেটা হল-

আমরা অনেকেই পেইড অ্যাপ প্লে স্টোর থেকে ক্রয় না করে বিভিন্ন third-party সাইট থেকে ডাউনলোড করি। যেমন আমি নিজের একটি অ্যাপ aptoide থেকে ডাউনলোড করেছি।
Screenshot-20200526-100657

এরপর অ্যাপটি ওপেন করার পর –

এই ধরনের সমস্যার মুখোমুখি আপনারা নিশ্চয়ই হয়েছেন।
এখন দেখুন কিভাবে এটার সমাধান করবেন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে App Cloner Premium 2.1.1 ডাউনলোড করুন-

এবার ওপেন করুন


এবার লাইসেন্স সমস্যা জনিত একটি ক্লিক করুন

এবার নিচের মত নেটওয়ার্কিং অপশন ক্লিক করুন

এবার নিচের মত বাটনটিতে ক্লিক করে “trust all certificate” চালু করুন।

এবার ব্যাক বাটন চেপে ফিরে যান এবং নিচের মত ক্লোনিং বাটন প্রেস করুন। তারপর স্ক্রীনশট এর মত কাজ করুন এবং প্রসেসিং শুরু হলে অপেক্ষা করুন।



এবার নিচের মত আসলে ইন্সটল না করে হোম বাটনে চেপে বাইরে চলে আসুন।

এরপর পূর্বের অ্যাপটি আনইনস্টল করুন।

এবার App Cloner এ ফিরে যান।

এবার ক্লোন করা অ্যাপ টি ইন্সটল করুন এবং ওপেন করুন।


এখন আপনি দেখতে পাবেন লাইসেন্স জনিত কোন সমস্যা দেখা দিচ্ছে না।

আশা করি সবাই ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন।
আজ এ পর্যন্তই। পরের পোস্টে আবার দেখা হবে।