Site icon Trickbd.com

ইমেইল স্পুফিং করুন সম্পূর্ন ফ্রিতে(Anonymous Mail Send)

Unnamed

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন।আমি FAIHAD নতুন একটি সাইট নিয়ে আজ পোষ্ট করতেছি।আজকের পোষ্ট এর বিষয় হলো ইমেইল-স্পুফিং।
অনেকেই পুরো পোষ্ট না পড়েই লিংক নিয়ে ব্যাস্ত হয়ে যান।তাই আমি লিংক আগেই দিয়ে দিচ্ছি।নিচে বিস্তারিত বলছি:

http://mrfox.ml


বিস্তারিত:
Email-Spoofing নাম টার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত।TrickBD তে এ বিষয় নিয়ে অনেক পোষ্ট রয়েছে।
তারপরো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে নিচ্ছি:
Email Spoofing হলো কারো ইমেইল এ কোন রকম এক্সেস না করে তার ইমেইল দিয়ে যে কারো ইমেইলে আপনি মেইল পাঠাতে পারবেন বা আপনার নিজের ইচ্ছে মতো মেইল বানিয়ে যে কাউকে মেইল পাঠাতে পারবেন।এ ধরনের কাজ হ্যাকার রা সাধারনত করে থাকে।যেমন ধরুন:কোন হ্যাকার আপনার সাইট হ্যাক করলো,তারপর সে আপনার থেকে টাকা দাবি করবে।ত এর জন্য সে কখনোই নিজের ইমেইল ইউজ করবে না।কারন, সে যদি নিজের ইমেইল ইউজ করে আপনাকে মেইল করে ।তাহলে আপনি সেই ইমেইল দিয়ে ওই হ্যাকারের নামে সাইবার মামলা করতে পারবেন।তাই এসব বুঝেই হ্যাকার কখনো তার ইমেইল থেকে আপনাকে মেইল করবে না।এর জন্য সে একধরনের Anonymous ইমেইল বানিয়ে মেইল সেন্ড করে।এটাই Email-Spoofing.Email-Spoofing এ আপনি নিজের ইচ্ছা মতো ইমেইল বানিয়ে মেইল সেন্ড করতে পারবেন।কোন প্রকার জামেলা ছাড়াই।তাও সম্পূর্ন ফ্রিতে।

সাইটের সুবিধা গুলো দেখে নিন

  • কোন প্রকার একাউন্ট খুলতে হবে না
  • জাস্ট এক ক্লিকেই মেইল সেন্ড হবে
  • সম্পূর্ন ফ্রিতে যতখুশি ততমেইল পাঠাতে পারবেন
  • মেইল সোজা ইনবক্সে যাবে
  • কোন প্রকার Popunder Ads নেই,Ads সংখ্যাও কম
  • তাহলে দেখে নিন কিভাবে ইউজ করবেন,

    প্রথমে http://mrfox.ml সাইটে যান
    তারপর
    1)To নামক বক্সে ভিক্টিম এর ইমেইল দেন।অর্থাৎ যাকে মেইল পাঠাতে চান তার ইমেইল দেন।
    2)From নামক বক্সে যে ইমেইল থেকে মেইল পাঠাতে চান সেই ইমেইল দিন।
    3)Subject নামক বক্সে আপনার ইচ্ছা মতো সাবজেক্ট দিন।
    4)Message নামক বক্সে আপনার ইমেইল কনটেন্ট লিখুন।অর্থাৎ কি মেসেজ পাঠাবেন তা লিখুন।


    মেইল পাঠানো সফল হলে এমন আসবে

    আর মেইল যে সেন্ড হয়েছে প্রুফ দেখুন।সোজা ইনবক্সে গেছে


    ব্যাস আপনি মেইল পাঠাতে সফল হয়েছেন

    কিছু কমন কথা
    1)মেইল ত সেন্ড হচ্ছে না,ফেইক সাইট
    Ans:দেখেন ভাই এটা থেকে শুধু আপনিই মেঈল পাঠাবেন না।অনেকেই পাঠাবে তাই মেইল যেতে অনেক সময় একটু সময় লাগতেই পারে।আর আপনারা যে ভুলটা করে থাকেন তা হলো:মেইল পাঠাবেন gmail.com এ কিন্তু from বক্সে যদি yahoo.com দেন তবে অনেক সময় মেইল যায় না।সো gmail.com এ মেইল পাঠালে from এও gmail.com দিবেন।এতে মেইল 100% যাবে।
    2)সাইট বন্ধ ফালতু পোষ্ট।
    Ans:ভাই এখান থেকে অনেক মানুষ একসাথে মেইল পাঠাবে তাই সাইট অফ হওয়া টা স্বাভাবিক।যদি পোষ্ট করার 2-3 দিন পর আইসা বলেন ,সাইট বন্ধ ফালতু পোষ্ট, রিপোর্টেড।এসব বললে ভাই কি করার আছে।এসব সার্ভিস সাধারনত লাইফ টাইম থাকে না।সো অফ হওয়া স্বাভাবিক

    পোষ্ট না পরে হুদাই কমেন্টে চিল্লাবেন না????

    এটা শুধু মাত্র ফান করার জন্য।কোন খারাপ কাজে ব্যাবহার করবেন না।কোন খারাপ কাজ করলে আমি,সাদিকুর রহমান মিজান ভাই এবং ট্রিকবিডি টিম দায়ি নয়

    ফেইসবুকে আমি :FAIHAD

    আল্লাহ হাফেজ