ইউনিভার্সাল কপি হলো এমন একটি অ্যাপ যেটা আপনাকে যেকোন যায়গা থেকে টেক্সট কপি করতে সাহায্য করে থাকে। যেমন, কিছু কিছু অ্যাপ আছে যেগুলো কোন ধরনের লেখা কপি করতে দেয় না, কিন্তু ইউনিভার্সাল কপি অ্যাপ দিয়ে আপনি সেগুলো থেকেও কপি করতে পারবেন।
ইউনিভার্সাল কপি অ্যাপটি দিয়ে যেকোন স্থান থেকে লেখা কপি করা গেলেও ফটো থেকে কোন লেখা কপি করা যায় না। কোন ফটো থেকে লেখা কপি করতে চাইলে অ্যাপটির প্রিমিয়াম সেবা OCR Mode ব্যবহার করতে হবে। আস সবার প্রথমে তো ইউনিভার্সাল কপি অ্যাপ টি ডাউনলোড করুন।
ওসিআর যেহেতু প্রিমিয়াম তাই আমরা সেটা হ্যাক করে ব্যবহার করবো। তো, চলুন আর দেরি কিসের।
অ্যপটিকে হ্যাক করতে হলে আমার একটি বিষেশ অ্যাপ এর প্রয়োজন হবে। সেটা হলো আমাদের সবার পরিচিত Lucky Patcher অ্যাপ। লাকি প্যাচার অ্যাপটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন।
লাকি প্যাচার সম্পুর্ণ ভাবে ইন্সটল করা হয়ে গেলে অ্যাপ টি ওপেন করুন। আর হ্যা, প্রথমবার ওপেন করার জন্য কিছু পারমিশন চাবে সেগুলো দিয়ে দিবেন।
এবার লাকি প্যাচার অ্যাপটিতে ফোনের বাকি সব অ্যাপ গুলো দেখতে পাবেন। সেখান থেকে ইউনিভার্সাল অ্যাপটি খুজে বের করুন।
এবার অ্যাপটিতে ক্লিক করে Menu of Patches অপশনে ক্লিক করুন।
এবার ক্রিয়েট Create Modified APK File অপশনে ক্লিক করুন।
এবার APK rebuilt for InApp and LVL emulation অপশন টিতে ক্লিক করুন।
এবার কিছু অপশন আসবে ওগুলো যেমন আছে তেমন থাকতে দিন। তারপরে Rebuild The App বাটনে ক্লিক করুন।
এবার অ্যাপটির হ্যাকিং প্রসেস শুরু হবে। একটু সময় লাগতে পারে। ততক্ষণ অপেক্ষা করুন।
প্রসেসিং শেষ হয়ে গেলে Browse বাটন আছে টিতে ক্লিক করুন।
এবার যেই অ্যাপটি হ্যাক হয়েছে সেটা দেখতে পাবেন। সেটাতে ক্লিক করে Uninstall and install অপশনে ক্লিক করুন। এবং আগের ইউনিভার্সাল কপি অ্যাপটি আনইন্সটল করে দিয়ে নতুন টি ইন্সটল করুন।
এবার ইউনিভার্সাল কপি অ্যাপটি ওপেন করুন। এবং সবার আগে উপরের Universal Copy অপশন টি Activated করে দিন।
এবার প্রিমিয়াম ফিচার আনলক করার পালা, এর জন্য Subscribe to Universal Copy অপশনে ক্লিক করুন।
এর পরে YEARLY (20% OFF) অপশনে ক্লিক করুন।
এবার লাকি প্যাচার থেকে একটি উইন্ডো চালু হবে। সেখানে থাকা দুটি চেকবক্স সিলেক্ট করুন। এবং Yes বাটনে ক্লিক করুন।
দেখবেন প্রিমিয়াম সেবা চালু হয়ে গেছে। এখন একটু নিচে থেকে OCR Mode চালু করে দিন।
এখন থেকে যেকোন ছবি থেকে লেখা কপি করতে পারবেন। তবে একটা সমস্যা আছে। তা হলো বাংলা কপি করা যায় না। আমরা যারা ব্লগিং করি তারা আগে স্ক্রিনশট কালেক্ট করে রাখি। এক্ষেত্রে একটা ভালো একটা সুবিধা হলো বিভিন্ন ইংরাজি অপশনের নাম গুলো পরে ফটো থেকেই কপি করতে পারবো এবং পোস্টে ব্যবহার করতে পারব। যেমন এই পোস্টে আমি অপশন গুলোর নাম ফটো থেকেই কপি করলাম যার ফলে আর কষ্ট করে লিখতে হলো না এবং সময় ও বাচলো।
পোস্ট এর প্রতিটা স্টেপ স্ক্রিনশট এর মাধ্যমে দেখান হয়েছে তাই আশা করি বুঝতে পেরেছেন। আর না বুঝলে কমেন্ট করুন।