আসসালামু আলাইকুম।
আপডেটঃ এই মেথডটি আর কার্যকর নয়।
Update: This method is no longer workable.
সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি।
গত কিছুদিন আগে আমি আপনাদের সাথে কিভাবে Wapkiz দিয়ে ফেসবুক ফিশিং সাইট তৈরি করবেন সেই বিষয়ে একটি টিউন করেছিলাম। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য আমার একটি পিএইচপি সাইট ব্যবহার করেছিলাম। কিন্তু, বেশি ব্যবহারকারীর জন্য সাইটি আর কাজ করেনি। তারপর অনেকেই ফেসবুকে আমার সাথে যোগাযোগ করেছিলেন। এবং এই বিষয়ে একটি কমপ্লিট টিউন করার জন্য বলেছেন। এরই ধারাবাহিকতায় আজকের এই টিউনটি। এই টিউনে সকলের বোঝার সুবিধার জন্য ২৫ টি স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। Let’s start.
প্রথমেই নিচের ফাইল গুলো ডাউনলোড করে নিনঃ(updated)
1. php.zip
2. script.txt
প্রথম কাজঃ
স্ক্রিনশট ফলো করুনঃ
প্রথমেই 000webhost এ যান। FREE SIGN UP এ ক্লিক করুন।
ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে SIGN UP করুন।
SIGN UP হয়ে গেলে এবার আপনার ই-মেইল চেক করুন।
Click to verify email এ ক্লিক করে ই-মেইল ভেরিফাই করুন।
public_html এ দুইবার ক্লিক করুন।
এবার প্রথম ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করুন।
php.zip এ কিছুক্ষণ চাপ দিয়ে রেখে Extract এ ক্লিক করুন।
এবার 000webhost ফিরে আসুন। লগইন করা না থাকলে লগইন করে নিন। এবং আপনার সাইটের লিংকটি কপি করে রাখুন।
২য় কাজঃ
script.txt ফাইলটি যেকোন টেক্সট এডিটরে ওপেন করুন। তাহলে নিচের মতো দেখতে পাবেন।
যেখানে সাইটে লিংক দিতে বলা হয়েছে সেখানে সাইটের লিংক দিন এবং যেখানে ই-মেইল দিতে বলা হয়েছে সেখানে আপনার ই-মেইল দিন। এখানে কোনো ভুল হলে কাজ করবে না। আর সাইটের লিংক এর শেষে অনশ্যই /action.php এটা থাকতে হবে।
যেমনঃ
সবকিছু হয়ে গেলে সম্পূর্ণ কোডটি কপি করুন।
এবার Wapkiz এর একটি blank সাইটের panel mode এ ক্লিক করুন। সাইট আগে থেকে তৈরি করা না থাকলে তৈরি করে নিন।
Html/Tag Code এ ক্লিক করুন।
কপি করে রাখা কোডটি পেস্ট করে ওকে প্রেস করুন।
তাহলেই আপনার সাইট তৈরি হয়ে যাবে।
আর আপনার জিমেইলে মেইল দেখতে না পেলে All Mail সিলেক্ট করে দিবেন।
আজকের টপিক এই পর্যন্তই। যেকোন সমস্যায় অবশ্যই কমেন্ট করবেন। আর, ভাল কিছু পেতে পোস্টে কমেন্ট করে টিউনারদের উৎসাহিত করুন। Signing Out…
wapkiz.com এ কাজ না করলে xtgem.com ব্যবহার করুন।
ফিশিং রিলেটেড কোন সমস্যা নিয়ে কেউ আর ফেসবুকে ম্যাসেজ পাঠাবেন না।
আল্লাহ্ হাফেজ।