Site icon Trickbd.com

অবস্থান ট্র্যাকিং অ্যাপ দিয়ে টার্গেট ব্যক্তির অবস্থান ট্র্যাক করুন।

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অবস্থান ট্র্যাকিং অ্যাপ নিয়ে। যেই অ্যাপ দিয়ে আপনি আপনার টার্গেট ব্যাক্তির লোকশন ট্র্যাকিং করতে পারবেন খুব সহজেই। সাথে আরো অনেক ফিচার থাকছে অ্যাপে নিম্নে তুলে ধরা হলো।

অ্যাপের স্পেশাল ফিচার:

উপরিউক্ত ফিচার গুলো আপনি একটি অ্যাপের মধ্যে পাচ্ছেন তাও খুব সহজ উপায়ে। অ্যাপটি মূলত তৈরি করা হয়েছে বাবা মা এরং তার সন্তানের জন্য। অ্যাপটির মাধ্যমে বাবা মা জানতে পারবে তার ছেলে কোথায় আছে, ফোনে কি কি করছে, কোন অ্যাপ ব্যবহার করছে ইত্যাদি। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অ্যাপটি কি খারাপ কাজে ব্যবহার করবেন না।

অ্যাপ সংরক্ষনঃ

Apps Name: Parental Control App & Location.
Apps Size: 13.08 Mb

যে ভাবে ব্যবহার করবেনঃ

প্রথমে আপনার ফোনে অ্যাপ ইস্টল করুন এবং টারগেট ফোনেও করুন। এবার আপনার ফোনে সাইন আপ করুন। এবং আপনার ফোনে পেরেন্টস সেট করুন ও টারগেট ফোনে লগিন করে শিশু সেভ করুন এবং সকল পারমিশন এলাউড করুন। আপনার কাজ শেষ।

নিম্নে সস দেখুন আইডিয়া আসবে।

উপসংহার

পোষ্টটি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তারপর ও কোন সমস্যা মনে হলে কমেন্ট করুন। এবং অ্যাপটি কোন খারাপ কাজে ব্যবহার করবেন না। কোন বানান বা পোষ্টের কোন কার্যক্রম আপনাদের খারাপ লাগায় তাহলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।

সংক্ষিপ্ত কথা

দীর্ঘ ৩বছর পর আমরা আমাদের সাইট বিল্ডাপ করেছি। ৩বছর আছে আমরা wapka.mobi নির্ভর আমাদের BDruse.cf সাইট ছিলো। সময়ের সাথে সাথে wapka চলে যার এবং আমাদের সাইট ও চলে যায়।
বর্তমানে Banglaruse.xyz আমাদের স্থায়ী সাইট। যেটি কয়েক দিনের যাবত পাবলিশ করা হয়েছে। সবার সময় হলে Banglaruse.xyz সাইটে আমন্ত্রণ জানাচ্ছি।