Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে Ngrok এর মাধ্যমে সার্ভার পোর্ট ফরওয়ার্ড করবেন (Without Hotspot)। সাথে রয়েছে মডিফাই Ngrok

Unnamed

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।

আজকের পোস্টের বিষয় হলো Ngrok রান Without Hotspot

আজকের পোস্টে আমি দেখাবো কীভাবে আপনারা Ngrok এর মাধ্যমে সার্ভার পোর্ট ফরওয়ার্ডিং করবেন (Without Hotspot)। আমরা সবাই জানি যে Ngrok এর মাধ্যমে বিভিন্ন সার্ভার পোর্ট ফরওয়ার্ডিং করার সময় আমাদের ফোনের (Wifi Hotspot) অন করা লাগে। যা খুবই বিরক্তিকর ব্যাপার। সো এখন থেকে আর আপনাদের কস্ট করা লাগবে না মানে (Wifi Hotspot) অন করা ছাড়া Ngrok রান করাতে পারবেন।

তো চলুন শুরু করা যাক…

১. প্রথমে প্লে স্টোর থেকে Termux অ্যাপটি ইন্সটল করুন।

২. তারপর নিচের লিংক থেকে Ngrok জিপ ফাইলটি ডাউনলোড করুন।
ngrok fixed.zip
৩. তারপর জিপ ফাইলটি আপনাদের ফোন মেমোরি তে রাখুন।

৩. জিপ ফাইলটি Extract করার জন্য Zarchiver অ্যাপটি ইন্সটল করুন।
Zarchiver অ্যাপ ডাউনলোড লিংক

৪. Zarchiver অ্যাপটি ওপেন করে Ngrok জিপ ফাইলটি ওপেন করুন।


৫. তারপর Extract here ক্লিক করুন।

৬. ব্যাস জিপ ফাইলটি Extract ডান।

৮. তারপর Termux অ্যাপটি চেপে রেখে বা সেটিংস থেকে App info তে যান।

৯. তারপর App Permissions ক্লিক করুন।

১০. Storage পারমিশন Allow করে নিন।

১১. Termux অ্যাপে গিয়ে কমান্ড দিন cp /sdcard/ngrok /$HOME

১২. তারপর ls কমান্ড দিন।

১৩. তারপর কমান্ড দিন chmod +x *

১৪. তারপর কমান্ড দিন ./ngrok http 8080

১৫. তারপর দেখুন আমাদের Ngrok টি রান হয়ে গিয়েছে।

১৬. এবার দেখুন আমার ফোনে কোন Hotspot অন করা ছাড়া Ngrok রান হয়েছে।

ব্যাস কাজ শেষ ???

আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ ❤️

ফেসবুক লিংকঃ https://www.facebook.com/Copykorebalkorbi

Exit mobile version