SMS Bombing স্ক্রিপ্ট দেখে নিজেও একটা লিখে ফেলতে ইচ্ছে হচ্ছে?
কিভাবে api বের করা হয় জানতে খুব ইচ্ছা করে?
আজ আপনাদেরকে দেখাবো কিভাবে api বের করে নিয়ে সেটা দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলা যায়। আমি এই কাজে কম্পিউটার ব্যাবহার করেছি, আপনি চাইলে মোবাইল ফোনও ব্যাবহার করতে পারেন। তবে একটু ঝামেলা হবে আরকি! (আমি এখানে কম্পিউটার ব্যাবহার করে বের করার প্রসিডিওরটা দেখাচ্ছি)
প্রথমেই আপনাকে ব্রাউজারটা চালু করে নেটওয়ার্ক ট্যাবে যেতে হবে।
দেখতে কিছুটা এমন হবে। নেটওয়ার্ক ট্যাপ ওপেন করতে Ctrl+Shift+E প্রেস করতে পারেন অথবা মেন্যু থেকে Wb Developer > Network এ যাবেন। তারপর সাইটের যে পেজটাতে ফোন না্বার সাবমিট করার মতো কোনো টেক্সট বক্স থাকে সেখানে যাবেন এবং নেটওয়ার্ক লগ ক্লিন করে নেবেন।
এরপর সাইটের টেক্সবক্সে আপনার ফোন নাম্বার বসিয়ে সাবমিট করুন। নেটওয়ার্কে নতুন রিকোয়েস্ট দেখতে পাবেন। সেখানে লিঙ্কগুলোতে ক্লিক করলে ডিটেইল ইনফরমেশন দেখাবে কয়েকটা ট্যাবে। সেগুলোর মধ্যে Request নামে ট্যাবটাতে ক্লিক করবেন। কিছুটা ছবির মতো ইনফরমেশন পাবেন যেখানে একটু আগে বসানো আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে।
এরকম না পাওয়া পর্যন্ত প্রতিটা লিঙ্ক ক্লিক করে যাবেন।
এটা হচ্ছে সার্ভারে যা রিকোয়েস্ট করা হচ্ছে। যে api এন্ডপয়েন্টে রিকোয়েস্টটা করা হচ্ছে তা দেখতে Headers লেখা ট্যাবে ক্লিক করুন।
মার্ক করা অংশটিই আপনার api আর এর আগে POST এর মানে হচ্ছে আপনাকে POST মেথডে রিকোয়েস্ট করতে হবে।
তো api পেয়ে গেলেন। বাকিটা আপনার মর্জি।
(api থেকে কিভাবে স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন তা নিচের ভিডিওতে দেখানো হয়েছে।)
সোর্স কোডঃ এখানে
সবই তো পেলেন। বাকিটা আপনার ওপর নির্ভর করছে।
(কপি করেছি বলে অযথা হয়রানি করবেন না। কপি না করেই যে টুলস লিখি/লিখতে পারি এটা তার প্রমাণ দিলাম -_- )
You must be logged in to post a comment.
Api ber korar akta video banale besi subidha hoto.
এখানে দেয়া ভিডিওটাতেই দেখতে পারবেন কিভাবে আমি এপিআই বের করেছি।
kisui bujlam na.. Phn er jnno ekta tutorial dao vaiya please ?
মতামতের জন্য ধন্যবাদ।
চেষ্টা করব…
ধন্যবাদ
4 Ph Ar Ta Cai ?
api key ta koi pabo ?
কিছু working api লিস্ট দিয়ে দিন। উপকার হয়।
আমারো লাগবে
কিছুদিন অপেক্ষা করুন, ইনশা-আল্লাহ পাবেন।
Vai phone e to network tab nai?
আমি তো পিসির কথা বলেছি 🙂
Mobile er dia ki vai kono babe possible ??
Kiso Api list diyen..
পোস্ট করলে ৫০% পোস্ট দিবেন না। ৩ টা ফটো দিয়ে পোস্ট শেষ এটা কেমন পোস্ট কেউ বুঝতে পারবে না এটা।
সাথে ভিডিও শেয়ার করে দিয়েছি, যেখানে পুরো প্রসেসটা আছে।
hungrynaki er api ta ber koren vai
TimeLimit সেট করা আছে ভাই তাদের। প্রথম রিকোয়েস্ট এর পর ৩০ সেকেন্ড, তারপরের রিকোয়েস্ট এর জন্য ১.৫ মিনিট এভাবে অপেক্ষা করতে হয়। হইলে 400 রেসপন্স আসে। অর্থাৎ, ওটিপি যাবেনা 🙂
Apnader website a script kore amake api gula diben plz jamon
Example.com/smsbomber&=number&=amount;
ভাই ফোন এর টা দেখলে ভালো হতো…? আমি তো কম্পিউটার ইউজার না…
good