ট্রিকবিডিবাসি সবাই ভালো আছেন তো?? আশা করি ভালোই আছে।
তো সরাসরি পোস্টে চলে আসি।
তো ট্রিকবিডির কল্যাণে আপনারা ইতোমধ্যে শিখে গেছেন বিন এর ব্যবহার কিভাবে করতে হয়। বিন থেকে কিভাবে ক্রেডিট কার্ড বানাতে হয়,লাইভ কার্ড কিভাবে চেক করতে হয় ইত্যাদি।
আসলে এটাও কার্ডিং এর অংশ।
তবে আসল ক্রেডিট কার্ড দ্বারা কাজ করাটা অনেকটাই আলাদা।
বিশেষ করে কার্ড চেকিং বিষয়টি৷ কারন সাধারণ চেকারদের একটা বড় অংশই চার্জ করলে কিল করে ফেলে মানে ওই কার্ড দিয়ে আর কিছু কিনতে পারবেন না।
তো এর সমাধান হচ্ছে নিজস্ব চেকার ব্যবহার করা অথবা প্রাইভেট চেকার ব্যবহার করা। তো এইজন্য বেশিরভাগ সময়ই sk key ব্যবহার করতে হয়।
[sk key:মানে হচ্ছে stripe auth key. stripe এক ধরনের পেমেন্ট গেটওয়ে৷ তো আপনার সংগ্রহ বা কেনা স্প্যাম ক্রেডিট কার্ড দ্বারা কিছু কেনা সম্ভব কিনা এই গেটওয়ে চেকার ব্যবহার করে জানা যাবে]
sk key পাবার প্রক্রিয়া
যা লাগবে
১]Stripe registration link
২] ইতালিয়ান এড্রেস
৩] ইতালিয়ান iban এর জন্য
৪] vpn ইতালি সার্ভার
প্রথমেই কোন ভিপিএন থেকে ইতালি কানেক্ট করে নিন।
পরে
এই লিংক এ গিয়ে ইচ্ছামত মেইল,নাম দিয়েএকাউন্ট করে নিন।
পরে ইনবক্সে গিয়ে ইমেইলটা ভেরিফাই করে নিন।
পরের পেইজ এ যা ইনফো লাগবে তা এই লিংক থেকে নিয়ে ফিল আপ করে দিন৷
এবং নেক্সট এ ক্লিক করুন।
পরের পেইজ এ নামের জায়গায় আপনার নাম,জন্মতারিখ বা ফেইক এড্রেস এর তথ্য দিয়ে নেক্সট চাপুন।
পরের পেইজ এ বিজনেস ডিটেইলস চাইবে আপনারা শুধু ইন্ডাস্ট্রি টাইপ সফটওয়্যার দিয়ে বিজনেস ওয়েবসাইট আর প্রোডাক্ট ডেসক্রিপশন ফিল আপ করবেন। নিচের মত বিজনেস ওয়েবসাইট এ কোন সোশ্যাল মিডিয়ার প্রোফাইল লিংক বা কোন ওয়েবসাইট লিংক আর নিচের বক্সে ইচ্ছামত ভুংভাং লিখে দিয়ে নেক্সট ক্লিক করে দিন।
ফুলফিলমেন্ট ডিটেইলস within one day দিয়ে নেক্সট পেজে যাবেন।
সাপোর্ট ডিটেইলস এ শুধু বাংলাদেশি আপনার নাম্বার বা অন্য কোন নাম্বার থাকলে কান্ট্রিকোড সিলেক্ট করে নাম্বার বসান আর নেক্সট ক্লিক করুন।
এখন আমাদেরকে ব্যাংক ডিটেইলস দিতে বলবে আর পেমেন্ট হিসেবে IBAN নাম্বার চাইবে। এর জন্য আমরা এই ওয়েবসাইটে গিয়ে একটু নিচে স্ক্রল করে গেলেই ব্যাংক ডিটেইলস পাব ওখান থেকে iban নাম্বার কপি করে এনে পেমেন্ট ডিটেইলস ফিলআপ করব।
নেক্সট ক্লিক করব।
তারপর ২ স্টেপ ভেরিফিকেশন পেইজ এ use sms এ ক্লিক করুন।
** অথেনটিকেটর এপ দিয়ে আমি ট্রাই করিনি**
পরের পপআপ এ নাম্বার চেক করে কনফার্ম এ ক্লিক করুন
মেসেজে আসা কোড বসিয়ে কনফার্ম করে দিন।
তারপরের পেইজ এ আপনার দেয়া সব তথ্য আবার যাচাই করে Done এ ক্লিক করে দিন।
তো ডানপাশে For developers সেকশন এ Secret key থাকবে।
তো Secret key এর পাশের চোখ এর আইকনে ক্লিক করে দিন।
একটা পপআপ আসবে। পপআপ এর reveal key তে ক্লিক করে দিন।
ব্যস!! নিচের মত আপনি আপনার ব্যক্তিগত sk key পেয়ে গেলেন।
কোড কিন্তু একবারই দেখতে পারবেন। তাই কপি করে রাখুন।
তো আর কি ভাই কাজে লেগে পড়ুন।
লম্বা পোস্টটির শেষপর্যন্ত আসার জন্য ধন্যবাদ।
সমস্যা হলে কমেন্ট সেকশন আছে আর
টেলিগ্রামে আমি
টেলিগ্রাম ডিসকাশন চ্যানেল
কিপ ইট আপ ভায়া !
Keep supporting.❣️
টেলিগ্রামের লিংক গুলো কাজ করছে না। ঠিক করেন।
Link Updated.
Keep supporting
Keep it up❤️
You’ll be surprised?
waiting for that post
Kew kew nijer checker share kore onnoder sathe othoba nijer checker localhost e use kore.
Kicu website thakleo ogulo koydin por suspend hoye jay.
Tobe kicu website agamite share korar try korbo.
আর এই ট্রিকটি কতটুকু কার্যকর আজকের এই দিনে আমিও যথেষ্ট সন্ধিহান । আপনারা চেষ্টা করেন। কোন সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ।