আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হ্যাকাররা phishing server দিয়ে ফেইসবুক হ্যাক করে। হ্যাকাররা মূলত credentials পেইজ বানিয়ে phishing attack করে এতে করে নরমাল মানুষ গুলো বুঝতে পারে না। তো বেশি কথা বলছি না কাজে চলে যাই।
প্রথমে আপনারা আমার দেওয়া zip ফাইলটি ডাউনলোড করে extract করে নিবেন। যদি চান কোন ফোল্ডারে রাখতে সেটাই পারবেন।
এখানে usernames.txt ফাইলটে 0.00b
এখন আমরা termux এ চলে যাবো।
এখন আমরা রান করবো apt update -y দিয়ে ইন্টার দিবো।
এখন আমরা PHP package ইনস্টল করবো pkg install php -y লিখে ইন্টার দিবো ।
একটু আগে যেই ফাইলটি আমরা extract করছি সেটা রান করতে হবে তার জন্য কমান্ড হচ্ছে php -S 127.0.0.1:8080 -t /sdcard/Facebook/Facebook
এখন ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের লোকাল সার্ভার টি রান হয়ে যাবে।
এখন http থেকে ৮০৮০ পর্যন্ত কপি করে যেই কোন ব্রাউজারে গিয়ে পেস্ট করে ইন্টার করলে ফেইসবুক phishing সার্ভার চলে আসবে।
Email or password আমরা যা input করবো সেটা আমরা usernames.txt ফাইলে দেখতে পারবো।
দেখতে পাচ্ছেন আমার দেওয়া Gmail or pass এখানে চলে আচ্ছে। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন বুঝতে না পারলে কমেন্ট করবেন।
সামনে আমি দেখাবো কিভাবে port forwarding করে যেকোন ফোনে যেকোন জায়গা থেকে access নিতে পারবেন।
ami to amar phone diye apni browser a jei address ta type korlen oita type kore apnar ei server a dokte parbo na
to kivabe eita kaj korbe?
php -S 127.0.0.1:8080 -t /sdcard/Facebook/Facebook
eiTa dei bole not exist
what’s problem bro?
please help