অন্যের গ্যালারির ছবি দেখতে পারা টা খুবই অন্যরকম একটা বিষয়। আপনি যে কারো মোবাইলের ছবি দেখছেন সে বুঝতেও পারবে না। পুরাতন সকল ছবি তো দেখা যাবেই সাথে সামনে যত ছবি তুলবে বা ডাউনলোড দিবে তাও দেখা যাবে।
কিভাবে চালু করবো?
প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
অ্যাপ টির নাম google photos…
এই অ্যাপ টি উভয় মোবাইলেই থাকতে হবে। প্রথমে আপনি যে ফোনের ছবি দেখতে চান সে ফোনে অ্যাপ টি ইনস্টল দিবেন। দেওয়ার পর অ্যাপ টি ওপেন করুন।
এরপর শেয়ারিং বাটনে ক্লিক করুন
এর পর লোডিং নিবে
তারপর share with partner এ ক্লিক করুন
তারপর get started এ ক্লিক করুন
পারমিশন এলাও দিন
এর এখানে আপনার ফোনের জিমেইল দিন।
এর পর all photos এ ক্লিক করে next এ ক্লিক করুন
এরপর send invitation
তারপর এমন আসবে
এখন আপনার ফোনের জিমেইলটি চেক করুন একটা মেসেজ আসছে।
সেটা ওপেন করুন আর invitation accept করুন।
এইযে দেখুন এখানে সকল ছবি আসা শুরু হয়েছে
ধীরে ধীরে আসবে আপনার নেট স্পিড অনিযায়ী।
কিভাবে বন্ধ করবো
আবার ওই ফোনে share partner এ ক্লিক করবো
এখানে দেখা যাবে কি কি ছবি আপনার ফোন শেয়ার হয়েছে।
শেয়ার পার্টনার অফ করার জন্য সেটিং এ ক্লিক করুন
তারপর remove partner
তারপর আবার remove