Site icon Trickbd.com

Save করা wifi password দেখুন সব থেকে সহজ উপায়ে | ওয়াই-ফাই পাসওয়ার্ড বের করার সেরা কয়েকটি ট্রিকস

Unnamed

wifi hacking password with Android and pc new methods :

how to know connected wifi password in mobile without root, how to see connected wifi password, view saved wifi passwords android, wps connect, my wifi router, Android pc, get connected saved wifi password,

আজ আমি আপনাদের দেখাবো ৪ উপায়ে কিভাবে মোবাইল বা উইন্ডোজ দিয়ে কানেক্ট করা wifi এর পাসওয়ার্ড বের করতে হয় মোবাইল এবং পিসি দিয়ে। আমরা অনেকেই কারো wifi আমাদের mobile বা pc তে কানেক্ট করেছি। এখন কথা হচ্ছে কিভাবে আমাদের অন্যান্য ডিভাইসেও কানেক্ট করব? কিংবা connected wifi এর পাসওয়ার্ড বের করব? আজ আমি আপনাদের সহজ পাবে ৫ উপায়ে দেখাবো কিভাবে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড  বের করতে হয়। তো চলুন কথা না বারিয়ে কাজে নেমে পরি।

1. How to get connected wifi password with mobile :

১. ip adreas এর মাধ্যমে বা রাউটারের এডমিন প্যানেল থেকেঃ

প্রথমে আপনি চলে যাবেন আপনার কানেক্টেড করা ওয়াইফাই এর লিস্টে এখান থেকে আপ্নার যে ওয়াইফাইটি কানেক্ট করা সেটির উপর চাপ দিয়ে ধরে রাখুন তারপর modify network এ ক্লিক করুন স্ক্রিনশট এর মত –

তারপর show advanced option এ টিক মার্ক দিয়ে ip settings static করে দিন। স্ক্রিনশট এর মত – 

এমন একটি পেজ আসবে এখান থেকে gateway এর আইপি টা কপি করে নিন।  স্ক্রিনশটে দেখানো তারপর যে কোন একটি ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিন।  (https://ip adress ) অথবা আইপি টি নিয়ে গুগলে সার্চ করলেও একটি ওয়েবসাইট পাবেন সেটি ওপেন করুন –

আইপি দিয়ে ভিজিট করার পর এমন একটি পেজ ওপেন হবে খালি বক্সে দেখুন – দুইটি বক্সেই লিখুন admin

Username =  admin
Password = admin

স্ক্রিনশট এর মত –

এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে মার্ক করা ওপশনে গেলেই কানেক্ট থাকা পাসওয়ার্ড শো করবে

1 wireless
2 wireless security

ব্যাস কাজ শেষ আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতেও পারবেন।  কিন্তু কারো ক্ষতি করবেন না।

2. How to get connected wifi password with mobile QR code :

<এটি খুবই সহজ একটি বেপার।  বর্তমানে আপডেট মোবাইল গুলোতে এই সিস্টেম থাকে এবং এই qr code এর সাহায্যে আপনি সহজেই আপনার কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। এজন্য প্রথমেই চলে যান আপনার সেটিংসের ওয়াইফাই লিস্টে। কানেক্ট থাকা wifi এর উপর একটি ক্লিক করুন। দেখুন স্ক্রিনশট এর মত একটি Qr code চলে আসবে। এটি স্ক্রিনশট দিন এবং ক্রপ করে শুধু Qr code এর অংশটুকু রাখুন –

 

এবার এই ওয়েবসাইটে চলে যান – zxing.org এখানে গিয়ে আপনার স্ক্রিনশট এর ক্রপ করা QR code টি আপলোড করে দিন। দেখবেন আপনার কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড শো করছে –  

3. How to get connected wifi password with Android root :

আমি আপনাকে বলব না কখনও মোবাইলটিকে রুট করতে কারন এটি কম্পানি কখনই এলাও করবে না।  রুট করলে আপনার মোবাইলের ওয়ারেন্টিও থাকবে না। তবে আপনার মোবাইলটি যদি রুটেড হয় তাহলে আপনি সরাসরি প্লে স্টোর থেকে wpa-wps tester app টি ডাউনলোড করে নিন কিছু করতে হবে না ওখানেই অপশন পেয়ে যাবেন একটি ক্লিক করলেই পাসওয়ার্ড দেখতে পাবেন।

4. How to get connected wifi password with pc or computer :

আপনি আপনার কম্পিউটার এর সাহায্যে খুব সহযেই বের করে ফেলতে পারেন ওয়াইফাই পাসওয়ার্ড এজন্য আপনাকে উইন্ডোজ এর run command অন করতে হবে এজন্য  windows + R প্রেস করবেন তারপর খালি বক্সে লিখবেন ncpa.cpl –  স্ক্রিনশট এর মত –
তারপর এমন একটি পেজ ওপেন হবে। আপনি যে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে চান কানেক্ট করা সেটির উপর ক্লিক করুন স্ক্রিনশট এর মত –
 তারপর স্ক্রিনশট এর মত এখানে ক্লিন করুন – 
তারপর এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে show character এ ক্লিক করুন নিচের স্ক্রিনশট এর মত –   
দেখুন এটিতে টিক মার্ক করার সাথে সাথে wifi password show করছে। তো আজ এপর্যন্তই আবার নতুন কিছু নিয়ে হাজির হব খুব সিগ্রই।  ভাল থাকবেন সবাই।   

আমার ওয়েবসাইটে সবাইকে ভিজিট করার অনুরোধ রইলো আমার ওয়েবসাইট –
tipstuner.com

ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব ?
Youtube Channel