Mx Player ইন্ডিয়ার জনপ্রিয় একটি OTT প্লাটফর্ম। কিন্তু বাংলাদেশ থেকে Mx এ প্রবেশ করলে অনেক সময় এই ওটিটি সার্ভিসগুলো পাওয়া যায়না। আজকে সেই পোস্ট নিয়েই হাজির হয়েছি কীভাবে পার্মানেন্টলি OTT সার্ভিসগুলি এক্টিভ করবেন?
আগে জেনে নেন এই ওটিটি প্লাটফর্ম এক্টিভ করলে কি কি সার্ভিস আপনি Mx Player থেকে পাচ্ছেন?
- ১. ওয়েব সিরিজ
- ২. টিভি শো
- ৩. এমএক্সটাকাটাক
- ৪. এমএক্স লাইভ ভিডিওস
- ৫. মুভিস
এসবকিছু আপনি ওয়াচ+ডাউনলোড উভয়ই করতে পারবেন, যদি আপনি ওটিটি প্রোগ্রামটি এক্টিভ করতে পারেন। সাথে থাকছে-
- ৫.এমএক্স গেমস
এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন যাদের এমএক্স এ ওটিটি প্রোগ্রাম গুলো চালু হয়না। যেমন আমারও সেম। ডিফল্টভাবে এমএক্স OTT ওয়াইফাই তে নাও পেতে পারেন। SS দেখেন, আমার এখানে Mx এর নর্মাল সার্ভিসেস ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না; OTT সার্ভিসের নাম নিশানাও নেই।
আপনার Mx Playerও আমারটির মত অবস্থা হলে, কীভাবে এক্টিভ করবেন OTT?
- প্রথমেই যাদের এমএক্স প্লেয়ার নেই, এই নিন প্লে স্টোর লিংক।
- আরেকটি অ্যাপ লাগবে ইন্ডিয়ান ভিপিএন এর প্লে স্টোর লিংক।
- ভিপিএন এ প্রবেশ করার আগে আপনার MX Player যদি চালু থাকে তবে ক্লোজ করে দিন। যেমন আমি করে দিলাম:
- MX ক্লোজ করার পর এখন India VPN এ প্রবেশ করতে হবে। Accept and Continue ক্লিক করে অ্যাপে প্রবেশ করুন।
- ভিপিএন কানেক্ট করার জন্য সার্ভার সিলেক্ট করতে হবে। Select Server এ ক্লিক করুন।
- ভিপিএন Free Servers অপশন্স থেকে INDIA চুজ করুন।
- ইন্ডিয়া চুজ করলে, ইন্ডিয়ান অনেকগুলো সার্ভারের লিস্ট পেয়ে যাবেন। সেখান থেকে Bangalore – Turbo বেঁছে নিন।
- সার্ভার পছন্দ করার সঙ্গে সঙ্গে একটি এড আসবে ১০-১৫ সেকেন্ডের। এড শেষ হলেই ভিপিএন এক্টিভ হয়ে যাবে।
- ভিপিএন কানেক্ট হলে Mx Player এ প্রবেশ করবেন। কিছু এগ্রিমেন্ট চাইবে, Yes! I Agree তে ক্লিক করে সম্মতি জানিয়ে দিবেন।
- দেখেন একটু আগে Mx Player এর সব নর্মাল সার্ভিস দেখাচ্ছিল, যা আপনারা একদম উপরের Ss এ লক্ষ্য করে থাকবেন। এখন সেখানে এমএক্স ইনক্লুডিং ওটিটি এবং বাদ বাকি সব সার্ভিস হাজির।
- এমএক্স শো, ওয়েব সিরিজ, মুভি থেকে শুরু করে সব এভেইলেবল এখন। আপনার যেটি প্রয়োজনে ওয়াচ / ডাউনলোড করে নিবেন।
- একবার MX ওটিটি সার্ভিসগুলি চালু হয়ে গেলে, ভিপিএন ডিসকানেক্ট করে দিন। ভয় পাবেন না, এখন ভিপিএন ডিস্কানেক্ট করলেও আর আগের মতো হবেনা।
- এই দেখুন! ভিপিএন ডিস্কানেক্ট করার পরও Movie, Shows বাদবাকি সবই still available. আরাম সে এখন MX Player ওটিটি প্রোগ্রামস Exploring করতে থাকুন?
আশা করি উপরক্ত ট্রিকটি আপনার কাজে লেগেছে। পোস্টটি এখানেই গুছিয়ে ফেলতে হলো? ভালো লাগলে ঘুরে আসবেন এখান থেকে
.