সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে imo প্লে স্টোর থেকে ফ্রি ভার্সন ডাউনলোড করে Pro ভার্শন বানাবেন.. কোন প্রকার বিজ্ঞাপন দেবেনা…. প্রিমিয়াম ভার্শন বানানোর জন্য MT Manager And NP Manager দুইটি অ্যাপস লাগবে। নিচে ডাউনলোড লিংক দেয়া হয়েছে।
N——————————————————————————-S


imo Premium ডাউনলোড লিঙ্কঃ(Mega)
N——————————————————————————-S


MT Manager ডাউনলোড লিঙ্কঃ(Mega)
N——————————————————————————-S


NP Manager ডাউনলোড লিঙ্কঃ(Mega)
N——————————————————————————-S
**কিভাবে imo ফ্রী ভার্শন ডাউনলোড করে প্রো ভার্শন বানাবেন. **
প্রথমে প্লে স্টোর থেকে ইমো ডাউনলোড করে নিন।
তারপর উপরের ডাউনলোড লিংক থেকে mt ম্যানেজার এবং np ম্যানেজার টি ডাউনলোড করে ইনস্টল করে mt ম্যানেজারটি ওপেন করুন।
তারপর উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
extract apk তে ক্লিক করুন।
তারপরে দেখবেন আপনার ইনস্টল করা সবগুলো এপ্স আছে ওখান থেকে ইমোতে ক্লিক দেন।
extract apk তে ক্লিক করুন।
Locate তে ক্লিক করুন।
Imo extract করাতে ক্লিক করুন।
view তে ক্লিক করুন।
base.apk লেখা তে চেপে ধরুন।
extract তে ক্লিক করুন।

তারপরে দেখবেন ডানপাশে base.apk এ্যাপস চলে এসেছে। তারপরে mt ম্যানেজারটি মিনিমাইজ করুন।

NP ম্যানেজারটি ডান পাশে base.apk উপরে ক্লিক করুন।
function ক্লিক করুন।
Remove signature verification ক্লিক করুন।
Kill signature verification ++2.0 তে ক্লিক করুন।
simple apk তে ক্লিক করুন।
base_kill2.apk নামে একটা অ্যাপস আসবে।
উপরের base.apk অ্যাপস টা চেপে ধরুন।
ডিলিট বাটনে ক্লিক করুন।
base_kill2.apk চেপে ধরুন।
Rename বাটনে ক্লিক করুন।
base.apk লিখে নিচের confirm বাটনে চাপ দেন।
তারপর মিনিমাইজ থেকে mt ম্যানেজারটি ওপেন করুন।
base.apk চেপে ধরুন।
Add বাটনে ক্লিক করুন।
ok বাটনে চাপ দেন।
split_adsdk.apk ওপেন করুন।
assets ফোল্ডারে ক্লিক করুন।
audience network চেপে ধরুন।
ডিলিট বাটনে ক্লিক করুন।
উপরের ব্যাক বাটনে দুইবার ক্লিক করুন।
base.apk তে ক্লিক করুন।
View চাপ দেন।
resources.arsc এটার নিচ থেকে সব কিছু সিলেক্ট করে চেপে ধরুন।
ডিলট বাটনে ক্লিক করুন।
classes.dex ক্লিক করুন।
dex editor Plus ক্লিক করুন।
Select all ক্লিক করে ok বাটনে চাপ দেন।
উপরের strings অপশনে টাপ দেন।
filter অপশনে ক্লিক করুন।
premium লিখে নিচের ok বাটনে ক্লিক করুন।

ছোট হাতের is_prmeium ক্লিক করুন।

serach বাটনে ক্লিক করুন।

নিচের স্কিনসর্টের দেখানো is_prmeium ক্লিক করুন।

উপরে Dd লেখা তে চেপে ধরুন।

goto তে ক্লিক করুন।

move-result v0 তে ক্লিক করে লেখা টা ডিলিট করুন।

const/4 v1, 0×1 লেখা টা লিখে উপরের সেভ বাটনে ক্লক করুন।

তারপর ব্যাক করুন তারপর save and exit ক্লিক করুন।

auto sign টিক দিয়ে ok বাটনে ক্লিক করুন।

ব্যাক করুন।

স্ক্রিনশটে দেখানো এক্সট্রা ইমো ফাইলটা চেপে ধরে ডিলট করে দেন।

ডিলিট হয়ে গেলে mt ম্যানেজারটি মিনিমাইজ করুন।

তারপরে np ম্যানেজারটি ওপেন করুন।

তারপর ইমো ফাইলটি ক্লিক করুন।

convert to apk তে ক্লিক করুন।

তারপর দেখবেন ইমো অরজিনাল একটি ফাইল চলে এসেছে ওটাতে ক্লিক করে ইন্সটল করবেন। ইন্সটল করার আগে প্লে স্টোর থেকে যে ইমো টি ডাউনলোড করে ইন্সটল করছেন ওটা আনইন্সটল করে নিবেন।

ইন্সটল হয়ে গেলে ইমো ওপেন বাটনে ক্লিক করুন।

তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ইমু অ্যাকাউন্ট ওপেন করে নিন।

ওপরের প্রোফাইল বাটনে ক্লিক করুন।

imo wallet ক্লিক করুন।

premium বাটনে ক্লিক করুন।

তারপর দেখবেন সবকিছু প্রিমিয়াম হয়ে গেছে প্রিমিয়াম ব্যাচ পেয়ে যাবেন।

এটা কিন্তু অরজিনাল প্রিমিয়াম পারচেজ হবে না। এটা মোড ভার্সন এখানে আপনি অনেক কিছু সুবিধা পাবেন। কোন প্রকার বিজ্ঞাপন দেখাবেনা।
যোগাযোগঃ
Messenger– https://m.me/420mehedi420
ধন্যবাদ।
তবে আমার সাজেশন থাকবে, সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন (ইমো, টেলিগ্রাম) ইত্যাদি গুলো এভাবে মোড করে ব্যবহার না করাই ভালো, এমনিতেই ইমো হ্যাকিং এর খবর ফেবুতে অহঃরহ দেখা যায়।
এটা কি সাবুর ভাইয়ের পোষ্ট??
নাকি কেউ সাবুর ভাইয়ের পোষ্ট করার ষ্টাইল কপি করছে??
আমি প্রথমে ভাবছিলাম অন্য কেউ সাবুর ভাইয়ের কপি করছে, কারন সাবুর ভাই তো পোষ্ট করে না এখন,
তখন থেকেই আমি আপনাকে ফলো করি,
ট্রিকবিডিতে পোষ্ট করা বন্ধ করে দিয়েছেন,
হঠাৎ আপনার পোষ্ট দেখে আমি হতবাক,
আমার খুশি বলে বোঝাতে পারবো না।
অভিনন্দন ভাই, আশা করি পোষ্ট চালিয়ে যাবেন
Sabur bhai, pls continue ur writing….
Carrom Pool খেলাটা মোড করে দিবেন?
https://trickbd.com/apps-review/552520
তবে আপনি ট্রিকবিটিতে আছেন
আজকে আপনার উপস্থিত পেয়ে,
অনেকটা আনন্দিত লাগছে