আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে শিখব যে,
সেটির মাধ্যমে আমরা সহজে মানুষকে বোকা বানিয়ে তার ফেসবুক আইডি লগইন করাতে পারবো।
ফেসবুকের এই হ্যাকিং টুলসটি শুধুমাত্র শিক্ষনীয় উদ্দেশ্যে ব্যবহার করুন। যদি আপনি এই টুলস টি বা এই পোস্টটি পড়ে কারো আইডি হ্যাক করে তাকে হ্যারাসমেন্ট অথবা টাকার দাবি করে কোন আইনি সমস্যা পড়েন।
তাহলে এটার জন্য সম্পূর্ণভাবে একমাত্র আপনি দায়ী থাকবেন আমি বা ট্রিকবিডি কখনোই এরজন্য দায়ী থাকবে না।
প্রথমে আপনারা এই টেলিগ্রাম বটটি ওপেন করে নেবেন, লিঙ্ক আমি পোস্টের শেষে দিয়ে রাখছি এরপর এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন।
এরপর এখানে আপনাদের সামনে এরকম অপশন শো করবে এখানে স্ক্রিনশট আমি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দিছি তারপর একটু ক্লিয়ার করে বলি।
আমি ChatID Bot টি ওপেন করে নিলাম এরপর স্টার্ট অপশনে ক্লিক করলে এখানে আপনার চ্যাট আইডি দেখতে পারবেন এই Chatআইডিটি আপনারা কপি করে নিবেন।
একটি ওপেন করার পর ওপরে থ্রি ডট মেনু অপশন এ ক্লিক করে দেবেন
এরপর ওপরের স্ক্রিনশটে দেখানো সোশ্যাল হ্যাক টুলস
নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন.
এরপর ফেসবুক ক্যাটাগরি অপশনে ক্লিক করে দিবেন।
ওখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এবং নিচে স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পারবেন,
ফেসবুক অটো লাইকার এবং নিচে দেখতে পারবেন ফেসবুক অটো ফলোয়ার।
তারপর এখানে উপরে এইচটিএমএল বক্সটি,
নিচে Scroll Down ডাউন করলে এরকম একটি লেখা দেখতে পারবেন,
এই লেখাটি আপনারা কেটে দিবেন। তারপর এখানে আপনার কপি করা chatid টি পেস্ট করে দিবেন।
মানে বোঝাতে চাচ্ছি এরপর আপনি যে টেলিগ্রাম থেকে চ্যাট আইডি কপি করলেন সেটা এর মাঝখানে,
অর্থাৎ ইনভার্টেড কমার মাঝখানে বসিয়ে দিবেন।
তারপর একদম নিচে এসে, উপরে দেখানো স্ক্রিনশট এর মত কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করে
কোডটা সেভ করে নিবেন।
এরপর উপরে দেখান স্ক্রিনশটের অপশনে Now Published My Website এ ক্লিক করে আপনার ফিশিং পাবলিশ করে নিবেন।
দেখুন আমরা কত তাড়াতাড়ি ফিশিং তৈরি করে নিলাম এখন এখানে লিঙ্ক কপি করে আপনি যাকে পাঠাতে চান তাকে পাঠাতে পারেন।
তারপর আপনার কপি করা লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে শর্ট করে নিবেন, এবং শর্ট করা লিংকটি আবার কপি করে নিবেন.
এখন আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন.
এবং এখানে আপনি আপনার ফিসিং সাইটটি সারা জীবনের জন্য রানিং রাখতে পারবেন,
আপনি যতজন মানুষকে পাঠাতে চান ততজন মানুষকে পাঠাতে পারবেন। আনলিমিটেড এর জন্য আপনাকে কোন টাকা বা কোন কিছু খরচ করতে হবে না.
ভিকটিমকে লিংকটি দেওয়ার সময় এভাবে এভাবে বলবেন খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই ফ্রিতে ফেসবুকে অটো লাইক নিয়ে নিন প্রতি ক্লিকে এত এত লাইক পাবেন ওখানে যে এমনটা বলা আছে, আপনি আপনার আইডি লগইন করে আনলিমিটেড পোস্টে লাইক দিয়ে নিতে পারবেন।
যারা পোস্টটা লাইক পাননা, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এরকম কিছু উদ্দেশ্যমুলক কথা লিখলেই সেখানে তার আইডি দিয়ে লগইন করবে।
দেখুন আমি ব্রাউজার থেকে লিংকটা ওপেন করে লগইন করলাম,
এবং উপরে দেখাবে ইনকারেক্ট পাসওয়ার্ড,
ভিক্টিম যদি এটা প্রমাণ করতে চায় যে এটা ফিশিং সাইড তখন যখন সে তার ভুল তথ্য দিয়ে লগইন করবে, চেক করার জন্য
তখন এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাবে এবং সে ভাববে এটা original facebook লাইক নেওয়ার ওয়েবসাইট।
তখন সে আবার তার অরিজিনাল ইনফরমেশন দিয়ে লগইন করলে আপনার টেলিগ্রাম বটে চলে আসবে।
দেখুন লগইন করা মাত্র ইনফরমেশন গুলো চলে আসছে
আবারো বলতেছি এটা শুধু আমি আপনাদের শিক্ষনীয় উদ্দেশ্যে শেখালাম এখান থেকে আপনারা ধারণা পেলাম যে কিভাবে ফিশিং সাইট তৈরি করতে হয়।
এবং কিভাবে কি করতে হয় এটা শুধুমাত্র শিক্ষনীয় উদ্দশ্য ব্যবহার করবেন এটির মাধ্যমে কারো কোনো ক্ষতি করবেন না
আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.
সেই ভাই
এ্যাপে দেওয়া ফেইসবুক লাইক,ফলোয়ারের মতো কি বাকি অপশন গুলোতে একই ভাবে কাজ করা যাবে???
@Mahfuzur Rahman Munabbiha হুমম, ওখানে সব গুলা একই,
Bhai video ace.
Potibar ki fishings link banate hobe r follow er bisoye likun
@mdmamunrahman Na jeta akber bananen. Ota ar banate hobe na.
Video Link: https://t.me/Teamx1337official/557
free fire এর ফিশিং লিংক বানানো যায়না?
@Abdullah Junayet Banaytasu, code lheka suru krsi already, complete hole post debo
Not bad
Very good
I need professional Facebook hacker (payed work)
ভাই এপ্স টা কাজ করে না
ভাই আমি কি আপনার কাসথেকে একটা হেল্প পেতে পারি?
https://tinyurl.com/XwebhostPhisher
Download হই না এটা
https://t.me/TOOLS_ZONE_bot
আপডেট বট ইউজ করেন।
এপ্সটা ডাউনলোড হয় না