ভূমিকা
গুগলে যদি Top 5 VPN লিখেন, তো লিস্টে NordVPN পাবেনই পাবেন। NordVPN মার্কেটে আসে ২০১২ সালে, তারপর তো NordPass, NordDrive কত কি রিলিজ করল; কিন্তু ভিপিএনে তারা এখনো সফলতার সাথেই আধিপত্ব্য ধরে রেখেছে।
ফ্রী ভিপিএনে টুকটাক কাজ চালানো গেলেও ট্রু’লি অনলাইনে অ্যানোনিমাস থাকতে আপনার পেইড সার্ভিসে যেতেই হবে। ফ্রীতে স্লো নেটওয়ার্ক, সার্ভার বিজি, বিজ্ঞাপনের জ্বালা, ব্লাকলিস্টেড আইপি – এসব ঝামেলা ঠিক না। তার উপর আবার ইংরেজির এই কথাটাতো শুনেছেনই বোধহয়ঃ
there’s no such thing as free lunch
ফ্রী ভিপিএন কি আসলেই ফ্রী? দুনিয়াতে কিছুই ফ্রী না, কিছু নিবেন মাত্রই আপনাকে কিছু দিতে হবে। নিরাপদ থাকতে গিয়ে এসব ভিপিএনের জন্য আবার না জানি বিপদে পড়তে হয় ?
অবশ্যই পেইড চালাতে আমরা পে করছি না, সেজন্য তো ট্রিকবিডি আছেই। অ্যাকাউন্টগুলো অনলাইন থেকে খুজে বের করা। নর্ডের প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে অতীতে বেশ কিছু পোস্ট হয়েছে, বলা বাহুল্য সেগুলো এক্সপায়ারড। এই কারনে আমি পর্ব পর্ব করে শেয়ার করছি যাতে নতুন অ্যাকাউন্ট আপডেটেড টাইমে দিতে পারি। যত অ্যাকাউন্ট পাব পোস্ট করব।
ফোন, পিসি যেখানেই ইউজ করেন, খালি ভিপিএনটা নামিয়ে লগিন দিয়ে যেকোনো সার্ভারে কানেক্ট দিলেই চলবে।
zwerner7@gmail.com – Brunh3an | Expires at: 2023/05/28
by.lucas@yahoo.fr – 652ba5f29 | Expires at: 2023/05/05
jacobhamlett@yahoo.com – Sparky5506 | Expires at: 2023/06/07
ryanspilo@icloud.com – Am123434 | Expires at: 2023/07/26
hollyc73@live.com.au – Pickup01 | Expires at: 2023/07/29
ট্রাবলশুটিং ?
- কানেক্ট না হলে ডিসকানেক্ট করে কিছুক্ষণ পর আবার ট্রাই করেন। এটা মেইনলি অনেক মানুষ একসাথে লগিন করলে হয়
- এক আইডিতে সর্বোচ্চ ৬টা ডিভাইস অ্যালাউড। একটা কানেক্ট না হলে অন্যটা ট্রাই করেন।
- কানেক্টে এরর দেখালে প্রটোকল (NordLynx, OpenVPN) চেঞ্জ করে দেখতে পারেন
- VPN ইনস্টলে সমস্যা হলে অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ডিসেবল রাখবেন।
- নেট স্লো হলে অন্য সার্ভারে কানেক্ট দিবেন।
Happy Surfing ?♂️