হযরত মুসা আলাইহিস সালাম একদিন
আল্লাহ্কে প্রশ্ন করলেন, “হে আল্লাহ্! যদি
৪টি জিনিস হত আর ৪টি জিনিস না হত তবে
খুব ভাল হত।”
.
১) যদি জীবন হত,মৃত্যু না হত ।
২) যদি জান্নাত হত,জাহান্নাম না হত ।
৩) যদি ধনী হত, গরীবী না হত।
.
আল্লাহ্ উত্তরে এরশাদ করলেন, “হে মুসা
(আঃ)!
১) যদি মৃত্যু না থাকত, তবে আমার সাক্ষাৎ হত
না।
২) যদি জাহান্নাম না হত,তবে আমার
আজাবের ভয় করত না।
৩) যদি গরীবী না থাকত, তবে বান্দা আমার
শুকরিয়া আদায় করতনা।
৪) আরযদি অসুস্হতা না থাকত, তবে বান্দা
আমায় স্বরণ করত না।।