আস্ সালামু আলাইকুম
সকলেই কেমন আছেন?
আমি আল্লাহর রহমতে ভালো আছি।
উপরের টাইটেল নিশ্চিই দেখেছেন।
মহান আল্লাহ তায়ালা শেষ নবী
হযরত মুহাম্মদ (সা.) এর উম্মতগণের
গুণাহ মাফের জন্য হাজারো রাস্তা
খুলে রেখেছেন। তার মধ্যে এমন কিছু
বান্দাদের জন্য নিয়ামত হিসেবে
দিয়েছেন, যা পাঠ করলে অনেক
সওয়াবের ভাগিদার হওয়া যায়।
গুনাহ মাফের তেমনই একটি আমল
মুসলিম শরীফে বর্নিত আছে।
হাদিসটি হলো-
যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার
‘সুবহানাল্লাহ’ পাঠ করবে তার ১০০০
সাওয়াব লিখা হবে এবং তার সাথে
১০০০ গুনাহ মাফ করা হবে।[সহীহ
মুসলিম-৪/২০৭৩]
ট্রিকপ্রিয় ডট কম