Site icon Trickbd.com

জেনে নিন মসজিদ নির্মাণ এর ফজিলত সমপর্কে আল্লাহর নবী (সা:) কি বলেছেন

Unnamed

আল্লাহর নবী (সাঃ) বলেন,
“যে ব্যক্তি আল্লাহর (সন্তুষ্টি লাভের)
উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে
দেয়, আল্লাহ তার জন্য বেহেশ্তে একটি
ঘর বানিয়ে দেন।” (বুখারী, মুসলিম,
মিশকাত ৬৯৭নং)
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের
আশায় পাখির বাসার মত অথবা তার
চেয়েও ছোট আকারের একটি মসজিদ
বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য
বেহেশ্তে একটি গৃহ্ নির্মাণ করে
দেন।” (ইবনে মাজাহ্, সুনান, জামে ৬১২৮
নং)

“যে ব্যক্তি তিতির পাখীর
(পোকামাকড় খোঁজার উদ্দেশ্যে)
আঁচড়ানো স্থান পরিমাণ আয়তনের
অথবা তদপেক্ষা ছোট আকারের মসজিদ
নির্মাণ করবে আল্লাহ তার জন্য
জান্নাতে একটি গৃহ্ নির্মাণ
করবেন।” (ইবনে খুযাইমাহ্, সহীহ, সহিহ
তারগিব ২৬৫নং)
আর মহান আল্লাহ বলেন,
ﻓﻲ ﺑُﻴُﻮْﺕٍ ﺃَﺫِﻥَ ﺍﻟﻠﻪُ ﺃَﻥْ ﺗُﺮْﻓَﻊَ ﻭَﻳُﺬْﻛَﺮَ ﻓِﻴْﻬَﺎ ﺍﺳْﻤُﻪُ ﻳُﺴَﺒِّﺢُ ﻟَﻪُ
ﻓِﻴْﻬَﺎ ﺑِﺎﻟْﻐُﺪُﻭِّ ﻭَﺍﻵﺻَﺎﻝ ﺭِﺟَﺎﻝٌ ﻻَّ ﺗُﻠْﻬِﻴْﻬُﻢْ ﺗِﺠَﺎﺭَﺓً ﻭَّﻻَ ﺑَﻴْﻊٌ ﻋَﻦْ
ﺫِﻛْﺮِ ﺍﻟﻠﻪِ ﻭَﺇِﻗَﺎﻡِ ﺍﻟﺼَّﻼَﺓِ ﻭَﺇِﻳْﺘَﺎﺀِ ﺍﻟﺰَّﻛَﺎﺓِ ﻳَﺨَﺎﻓُﻮْﻥَ ﻳَﻮْﻣﺎً
ﺗَﺘَﻘَﻠَّﺐُ ﻓِﻴْﻪِ ﺍﻟْﻘُﻠُﻮْﺏُ ﻭَﺍﻷَﺑْﺼَﺎﺭ
অর্থাৎ, আল্লাহ যে সব গৃহ্কে (মর্যাদায়)
উন্নীত করার এবং সেগুলোতে তাঁর
নাম স্মরণ করার আদেশ দিয়েছেন,
সেখানে সকাল-সন্ধায় তাঁর পবিত্রতা
ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা;
যাদেরকে ব্যবসা-বানিজ্য ও ক্রয়-বিক্রয়
আল্লাহর স্মরণ, নামায কায়েম এবং
যাকাত প্রদান করা হতে বিরত রাখে
না। তারা ভয় করে সেই দিনকে,
যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বল
হয়ে পড়বে। (কুরআন মাজীদ ২৪/৩৬-৩৭)