Site icon Trickbd.com

জেনে নিন যদি কোন মানুষ তার নামাজকে অবহেলা করে, তাহলে তার পরিনাম কি হবে।

Unnamed

একদা ফাতেমা (রাঃ) নবীজীকে
(সাঃ)
জিজ্ঞাসা করলেন, হে আমার
পিতা,
কোন
মানুষ যদি তার নামাজকে অবহেলা
করে
তাহলে তার পরিনাম কি হবে ?
নবীজী
(সাঃ) বললেন , নামাজ
অবহেলাকারীদের
জন্য আল্লাহ ১৫টি কষ্ট নির্ধারন করে
রেখেছেন ,যার ৬টি জীব্বদশায়, ৩টি
মৃত্যুর
সময় , ৩টি কবরে এবং ৩টি হাশরের
দিবসে
। ইহকালীন জীবনের ৬টি কষ্ট – ১)
জীবনকালে তার উপর থেকে
আল্লাহর
রহমত
উঠিয়ে নেয়া হবে। ২) জীবিকার

ব্যাপারেও আল্লাহর রহমত উঠিয়ে
নেয়া
হবে । ৩) তার মুখমন্ডল থেকে দয়ার
চেহারা
মুছে নেওয়া হবে । ৪) তার কোনও
আমলের
বিনিময় পাবে না । ৫) তার কোন
দোয়া
গ্রহনীয় হবে না । ৬) অন্য কোন বান্দা
আল্লাহর রহমতের জন্য যে দোয়া
পাঠায়
,
সেই দোয়ার মধ্যে সে অন্তভুক্ত হবে
না

মৃত্যুর সময় ৩টি কষ্ট – ১) সে অসম্মানজনক
অবস্থায় মৃত্যুবরন করবে । ২) ক্ষুধার্ত
অবস্থায় মৃত্যুবরন করবে । ৩) পিপাসার্ত
অবস্থায় মৃত্যুবরন করবে । কবরে ৩টি কষ্ট –
১)
কবরে সবসময় আযাব দেবার জন্য
ফেরেশতা
নিয়োগ । ২) কবর খুবই সংর্কীন হয়ে
যাবে।
৩) কবর তার জন্য ভয়াবহ অন্ধকারে
পরিনত
হবে । হাশরের দিবসের ৩টি কষ্ট – ১)
তার
চেহারার উপর আঘাত করার জন্য
ফেরেশতা
নিয়োগ । ২) সে খুবই কঠিনভাবে
হিসাব
নিকাশের সম্মুখীন হবে । ৩)
পাপমোচনতো
দূরের কথা , আল্লাহ তার দিকে
মনযোগ
দিবেন না ও খুবই যন্ত্রনাদায়ক
শাস্তির
মুখোমুখি হবে।