একদা ফাতেমা (রাঃ) নবীজীকে
(সাঃ)
জিজ্ঞাসা করলেন, হে আমার
পিতা,
কোন
মানুষ যদি তার নামাজকে অবহেলা
করে
তাহলে তার পরিনাম কি হবে ?
নবীজী
(সাঃ) বললেন , নামাজ
অবহেলাকারীদের
জন্য আল্লাহ ১৫টি কষ্ট নির্ধারন করে
রেখেছেন ,যার ৬টি জীব্বদশায়, ৩টি
মৃত্যুর
সময় , ৩টি কবরে এবং ৩টি হাশরের
দিবসে
। ইহকালীন জীবনের ৬টি কষ্ট – ১)
জীবনকালে তার উপর থেকে
আল্লাহর
রহমত
উঠিয়ে নেয়া হবে। ২) জীবিকার
নেয়া
হবে । ৩) তার মুখমন্ডল থেকে দয়ার
চেহারা
মুছে নেওয়া হবে । ৪) তার কোনও
আমলের
বিনিময় পাবে না । ৫) তার কোন
দোয়া
গ্রহনীয় হবে না । ৬) অন্য কোন বান্দা
আল্লাহর রহমতের জন্য যে দোয়া
পাঠায়
,
সেই দোয়ার মধ্যে সে অন্তভুক্ত হবে
না
।
মৃত্যুর সময় ৩টি কষ্ট – ১) সে অসম্মানজনক
অবস্থায় মৃত্যুবরন করবে । ২) ক্ষুধার্ত
অবস্থায় মৃত্যুবরন করবে । ৩) পিপাসার্ত
অবস্থায় মৃত্যুবরন করবে । কবরে ৩টি কষ্ট –
১)
কবরে সবসময় আযাব দেবার জন্য
ফেরেশতা
নিয়োগ । ২) কবর খুবই সংর্কীন হয়ে
যাবে।
৩) কবর তার জন্য ভয়াবহ অন্ধকারে
হবে । হাশরের দিবসের ৩টি কষ্ট – ১)
তার
চেহারার উপর আঘাত করার জন্য
ফেরেশতা
নিয়োগ । ২) সে খুবই কঠিনভাবে
হিসাব
নিকাশের সম্মুখীন হবে । ৩)
পাপমোচনতো
দূরের কথা , আল্লাহ তার দিকে
মনযোগ
দিবেন না ও খুবই যন্ত্রনাদায়ক
শাস্তির
মুখোমুখি হবে।