Site icon Trickbd.com

আল কুরআন এর কিছু আয়াত !!!! মুসলিম ভাইয়েরা দেখে নিন!!!

Unnamed

“হে আল্লাহ, আপনি পবিত্র। আপনি
আমাদিগকে যা শিখিয়েছন তা
ব্যাতীত আমরা কিছুই জানি না।
নিশ্চয় আপনিই সর্বজ্ঞ ও প্রকৃত
জ্ঞানসম্পন্ন।”

(সূরা আল-বাকারা, আয়াত-৩২)

“আর এটাই আমার সঠিক সরল পথ, কজেই
তোমরা তার অনুসরণ কর, আর নানান
পথের অনুসরণ করো না, করলে তা
তোমাদেরকে তাঁর পথ থেকে
বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি
তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন
যাতে তোমরা তাঁকে ভয় করে
যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে
পার।”

(সূরা আন’আম, আয়াত-১৫৩)

“নিশ্চয়ই আমি তোমাদেরকে
সামান্যকিছু ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ,
জীবন ও ফল-ফসলের কিছুটা (সামান্য)
ক্ষয়-ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আপনি
ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রবাদ করুন।”

(সূরা আল-বাকারা, আয়াত-১৫৫)

“তাহলে তোমরা কি আল্লাহর
পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যা না
পারে তোমাদের কোন উপকার করতে,
আর না পারে তোমাদের ক্ষতি
করতে।”
(সূরা আল-আম্বিয়া, আয়াত-৬৬)
“আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা
ডাক তারা তো তোমাদের মতোই
বান্দাহ।”

(সূরা আল-আ’রাফ, আয়াত-১৯৪)

“আল্লাহ তোমার কোন ক্ষতি করতে
চাইলে তিনি ছাড়া আর কেউ তা
সরাতে পারবে না…।”

(সূরা আল আন’আম, আয়াত-১৭)

“…আমরা তাদের ইবাদত একমাত্র এ
উদ্দেশ্যেই করি যে, তারা
আমাদেরকে আল্লাহর নৈকট্যে
পৌছে দিবে…।”

(সূরা আয-যুমার, আয়াত-০৩)

“আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের
আলিম আর দরবেশদেরকে রব বানিয়ে
নিয়েছে…।”

(সূরা আত-তাওবাহ, আয়াত-৩১)

আমাদের সাইটে আডমিন নেয়া হবে হতে চাইলে আসেন >> PostMaza.Com <<

Exit mobile version