Site icon Trickbd.com

চার ধরণের ব্যক্তি থেকে মহানবী (সা:) সাবধান থাকতে বলেছেন ll

Unnamed

আবদুল্লাহ ইবনে আমর রা. হতে বর্ণিত,
মহানবী (সা:)বলেছেন,

চারটি গুণ যার
মধ্যে একত্র রয়েছে, সে মানুষ নয়, সে
সত্যিকার অর্থে মুনাফিক। আর যার
মধ্যে এ চারটি গুনের যে কোন একটি
থাকবে সে যতদিন পর্যন্ত তা পরিহার
না করবে তার মধ্যে নেফাকের একটি
গুণ অবশিষ্ট থাকবে। তারা যখন কথা
বলে মিথ্যা বলে।.

যখন কোন বিষয়ে প্রতিশ্রুতি দেয়, তখন
তা লঙ্ঘন করে, আর যখন ওয়াদা করে তা
খিলাফ করে, যখন ঝগড়া-বিবাদ করে,
সে অকথ্য ভাষায় গালি-গালাজ
করে।

মহান আল্লাহ তা’য়ালা পবিত্র
কোরআনের সুরা আল-মুনাফিকূন-৪ নং
আয়াতে বলেন- আপনি যখন তাদের
দেখেন তখন তাদের দেহাবয়ব আপনার
কাছে প্রীতিকর মনে হয়।

আর তারা কথা বললে আপনি তাদের
কথা শুনুন। তারা প্রাচীরে ঠেকানো
কাঠ সদৃশ্য। প্রত্যেক শোরগোলকে
তারা নিজেদের বিরুদ্ধে মনে করে।

তারাই শত্রু অতএব, তাদের বিরুদ্ধে
সতর্ক হোন।


ভাইয়া আমার সাইটে আপনার দাউয়াত রইল >> PostMaza.com<<