অনেক মহিলা বাইরে বের হওয়ার সময়
পর্দা করে বের হয় বটে, কিন্তু
পারফিউম বা অন্য সুগন্ধি ব্যবহার করে।
মহিলাদের বাইরে বের হওয়ার সময়
সুগন্ধি ব্যবহার করা নাজায়েয। এতে পর্দা
লঙ্গন হয়। শরীয়ত অনুযায়ী পর্দা
আদায় হয় না। হাদিস শরিফে ওই সব মহিলার
উপর অভিসম্পাত করা হয়েছে যারা সুগন্ধি
মেখে বের হয়।
পর্দার সাথে হলেও মহিলা পারফিউম বা
সেন্ট জাতীয় কোন সুগন্ধি ব্যবহার
করে বাইরে যেতে পারে না। কারণ
তাতে ফিতনা আছে। মহানবি (সা.)
বলেছেন, “প্রত্যেক চক্ষুই
ব্যাভিচারী। আর মহিলা যদি (কোন
প্রকার) সুগন্ধি ব্যবহার করে কোন
অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী
(খারাপ মেয়ে)।” (আবূ দাঊদ, তিরমিযী,
নাসাঈ, ইবনে হিব্বান, ইবনে খুযাইমাহ,
হাকেম, সহীহুল জামে, ৪৫৪০ নং)
এমন কি মসজিদে নামায পড়ার উদ্দেশ্যে
যেতেও সে সেন্ট ব্যবহার করতে
পারে না। মহানবি (সা.) বলেন, “আল্লাহর
বান্দীদেরকে মসজিদে আসতে বারণ
করো না, তবে তারা যেন খোশবু
ব্যবহার না করে সাধাসিধাভাবে
আসে।” (আহমাদ, আবূ দাঊদ, সঃ জামে
৭৪৫৭ নং)
যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে
যাবে, সে মহিলার গোসল না করা
পর্যন্ত কোন নামায কবুল হবে
না।” (ইবনে মাজাহ ৪০০২)
এক্ষেত্রে কোনো মেয়ের শরীর
থেকে যদি কোনো দূর্গন্ধ প্রকাশিত
হওয়ার সমস্যা থাকে সে ক্ষেত্রে
পরিচ্ছন্ন রাখতে পারেন।
প্রয়োজনে প্রতি ঘণ্টা অন্তর অন্তর
নিজেকে পরিস্কার করে নিতে পারেন।
সমস্যা খানিকটা জটিল হলে তিনি একজন
চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
নিতে পারেন এবং ডাক্তারের পরামর্শ
মতো বৈধ কিছু ব্যবহার করতে পারেন।-
লেখক : মাওলানা মিরাজ রহমান