Site icon Trickbd.com

জেনে নিন অন্ধকারে নামাজ পড়া জায়েজ কি না?

Unnamed

ধরুণ আপনি নামাজ আদায় করছেন এমন সময়
বিদ্যুৎ চলে গেল। কিংবা আপনার ঘরে
আলো জ্বালানোর জন্য দিয়াশলাইয়ের
কাঠি নেই বা আপনার বাতির তেল
নেই। যে কোন ভাবে আপনি
অন্ধকারের মধ্যে হয়তো নামাজ আদায়
করছেন। এখন প্রশ্ন হলো এমতাবস্থায়
নামাজ পড়ার হুকুম কি? আপনার নামাজ
সহিহ হবে কি না। এ বিষয়ে ইসলামের
সঠিক ব্যাখ্যা হলো- একটি হাদিস
থেকে অন্ধকারে নবীজি সা. এর
নামাজ পড়ার বিষয়ে তথ্য পাওয়া যায়।

হাদিসটি বর্ণনা করেছেন হজরত আয়শা
রা.। তিনি বলেন, আমি রাসুল সা. এর
সামনে ঘুমিয়ে থাকতাম। তখন আমার
দু’পা থাকতো তার সামনের দিকে। যখন
তিনি সেজদা দিতে চাইতেন, তখন
আমাকে হালকা খোঁচা দিতেন,
আমি পা গুটিয়ে নিতাম। আবার যখন
তিনি দাঁড়িয়ে পড়তেন, তখন পা
বিছাতাম। আয়শা রা. বলেন, সে সময়
আমাদের ঘরে কোনো বাতি ছিল না।
বুখারি : ৩৮২
সাধারণত আমরা আলো নেই এমন
স্থানে নামাজ পড়ি না। কিন্তু
অনেকেই আছেন যাদের অন্ধকার
স্থানে নামাজ পড়তে ভাল লাগে।
বিশেষ করে তাহাজ্জুদ বা রাতের নফল
নামাজ। অনেকেই মনে করেন অন্ধকারে
নামাজ শুদ্ধ হবে না। কিন্তু তাদের
ধারণা সঠিক নয়। শরিয়তে এমন কোনো
বিধি-নিষেধ আসেনি। ধন্যবাদ

এরকম আরো ইসলামিক টিপস পেতে TrickMax.com ভিজিট করুন