Site icon Trickbd.com

এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের সুনির্দিষ্ট ছয়টি হক

Unnamed

হজরত আনাস [রা.] থেকে বর্ণিত, তিনি
বলেন, রাসুল [সা.] বলেছেন, তিনটি গুণ
যার মধ্যে রয়েছে, সে ইমানের স্বাদ
অনুভব করবে।
১. আল্লাহ ও তার রাসুল তার কাছে
গোটা সৃষ্টিজগৎ অপেক্ষা অধিক প্রিয়
হওয়া।
২. মানুষকে ভালোবাসলে একমাত্র
আল্লাহর জন্যই ভালোবাসা।
৩. কুফরিতে ফিরে যাওয়া তার কাছে
আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই
অপছন্দনীয় হওয়া।
মুসলিম শরিফের একটি সহিহ হাদিসে
এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের
সুনির্দিষ্ট ছয়টি হকের আলোচনা
এসেছে। হকগুলো হলো-

১. তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে,
তাকে সালাম দেবে।
২. সে যখন তোমাকে দাওয়াত করবে
তখন তা গ্রহণ করবে।
৩. সে যখন তোমার কাছে পরামর্শ
চাইবে, তখন তুমি তাকে পরামর্শ প্রদান
করবে।
৪. যখন সে হাঁচি দিয়ে
আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি
ইয়ারহামুকাল্লাহ বলবে।
৫. যখন সে অসুস্থ হবে, তখন তাকে
দেখতে যাবে।
৬. যখন সে মারা যাবে, তখন তার
জানাজা ও দাফন-কাফনে অংশগ্রহণ
করবে।
এক মুসলমানের ওপর অন্য মুসলমানের
আরেকটি হক হলো, তার সম্পর্কে মনে
কোনো হিংসা-বিদ্বেষ পুষে না
রাখা। কারণ মুমিন হবে পরিষ্কার
মনের অধিকারী। তার অন্তর হবে
অনাবিল-শুদ্ধ। তার হৃদয় হবে কোমল ও
দয়ার্দ্র। আল্লাহ তায়ালা আমাদের
সবাইকে অপর মুসলিম ভাইয়ের হক বা
অধিকারগুলোকে যথাযথভাবে আদায়
করার মাধ্যমে ইসলামি ভ্রাতৃত্ববোধ
প্রতিষ্ঠা করার তওফিক দান করুন।
আমিন।

এরকম আরো টিপস পেতে আমার সাইট এ আসেন
> PostMaza.Com<<