রোযার অর্থ ও প্রকারভেদঃ
রোযার আভিধানিক অর্থঃ বিরত
থাকা।
রোযার পারিভাষিক অর্থঃ সুবহে
সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযার
নিয়তে ইচ্ছাকৃতভাবে পানাহার ও
স্ত্রী সহবাসা থেকে বিরত থাকা।
রোযা মোট পাঁচ প্রকারঃ
১. নির্দিষ্ট সময়ের ফরয রোযা। যেমন:
রমযান মাসের রোযা। এ রোযা
প্রত্যেক জ্ঞানসম্পন্ন,প্রপ্ত বয়স্ক, সুস্থ ও
মুকীম মুসলমানের ওপর ফরয।
২. অনির্দিষ্ট সময়ের ফরয রোযা। যেমন:
রোযা।এ রোযা কেবল তাদের ওপরই ফরয
যারা রমযানের রোযা রাখেনি বা
যাদের ওপর কাফফারা ওয়াজিব
হয়েছে।
৩. নির্দিষ্ট সময়ের মান্নতের রোযা,
অর্থাৎ যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট
দিনের মান্নত করে এভাবে বলে যে,
যদি আমার অমুক কাজ হয় তাহলে
প্রত্যেক মাসের প্রথম শুক্রবার রোযা
রাখবো। তখন এ ব্যক্তির ওপর সেই দিনের
রোযা রাখা ওয়াজিব।
৪. অনির্দিষ্ট সময়ের মান্নতের রোযা।
অর্থাৎ যদি কোনো ব্যক্তি
অনির্দিষ্টভাবে কোনো রোযার
মান্নত করে তাহলে রোযার নিষিদ্ধ
দিনগুলো ছাড়া যেকোনো দিনে
ওয়াজিব।
৫. নফল রোযা, যেমন: মুহাররম মাসের দশম
তারিখের রোযা। ইত্যাদি।(হিন্দিয়া
১/৯৪, হেদায়া ১/২১৩)