Site icon Trickbd.com

সন্তানের ওপর পিতা- মাতার ৭ টি হক

Unnamed

জেনে নিন।
জীবিত অবস্থায় ৭ টি হক:
১) আজমত অর্থাৎ পিতা-মাতার
প্রতি
শ্রদ্ধাশীল হওয়া।
২) মনে-প্রাণে ভালোবাসা।
৩) সর্বদা তাদেরকে মেনে চলা।
৪) তাদের খেদমত করা।
৫) তাদের প্রয়োজন পূর্ণ করা।
৬) তাদেরকে সবসময় সুখে শান্তিতে
রাখার

চেষ্টা করা।
৭) নিয়মিত তাদের সাথে সাক্ষাত

দেখাশোনা করা।
মৃত্যুর পর ৭ টি হক:
১) তাদের মাগফেরাত এর জন্য
দোয়া করা।
২) সওয়ার পৌঁছানো।
৩) তাদের সাথী সঙ্গী ও আত্মীয়
স্বজনদের
সম্মান করা।
৪) সাথী-সঙ্গী ও আত্মীয় স্বজনদের
সাহায্য করা।
৫) ঋণ পরিশোধ ও আমানত আদায় করা।
৬) শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা।
৭) সাধ্যমত তাদের কবর জিয়ারত
করা।

ভাইয়া গরীবের ছোট্ট সাইটে এ ভিজিট করার আমন্ত্রণ রইলো।
দয়াকরে আসবেন PostMaza.CoM