শেষ বিচারের দিন অর্থ্যাৎ
কিয়ামতের মাঠে
জাহান্নামী এবং জান্নাতী
মানুষদের দেখলে
খুব সহজেই চেনা যাবে। যারা
জাহান্নামী
হবে তাদের যদি প্রশ্ন জিজ্ঞাসা
করা হয়,
তাহলে তারা শুধু নামাজ না পড়ার
কথাই
আল্লাহ তা’য়ালা স্পষ্ট ব্যাখ্যা
দিয়েছেন।
আল্লাহ পাক বলেছেন, ‘কিয়াতমের
মাঠে
একদল জাহান্নামীকে প্রশ্ন করা
হবে-
কিসের জন্যে তোমাদের
জাহান্নামের আগুনে
নিক্ষেপ করা হচ্ছে? উত্তরে তারা
বলবে,
আমরা দুনিয়ায় নামাজ আদায়
করতাম না।
(সূরা মুদাসসির, আয়াত-৪১,৪২)