Site icon Trickbd.com

জেনে নিন রোজার নিয়ত ও ইফতারের দোয়া ।

Unnamed

রোজার নিয়ত

ﻧﻮﻳﺖ ﺍﻥ ﺍﺻﻮﻡ ﻏﺪﺍ ﻣﻦ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ ﺍﻟﻤﺒﺎﺭﻙ ﻓﺮﺿﺎ ﻟﻚ
ﻳﺎﺍﻟﻠﻪ ﻓﺘﻘﺒﻞ ﻣﻨﻰ ﺍﻧﻚ ﺍﻧﺖ ﺍﻟﺴﻤﻴﻊ ﺍﻟﻌﻠﻴﻢ
(নাওয়াইতু আন আছুমা গাদাম মিন
শাহরি রমাজানাল মুবারাকি
ফারদাল্লাকা, ইয়া আল্লাহু
ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা
আনতাস সামিউল আলিম।)

অর্থ: হে আল্লাহ! আগামীকাল

পবিত্র রমযান মাসে তোমার পক্ষ
হতে ফরয করা রোজা রাখার নিয়ত
করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে
কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও
সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া

ﺍﻟﻠﻬﻢ ﻟﻚ ﺻﻤﺖ ﻭ ﻋﻠﻰ ﺭﺯﻗﻚ ﺍﻓﻄﺮﺕ .
(আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা
রিযক্বিকা ওয়া আফতারতু
বিরাহমাতিকা ইয়া আরহামার
রাহিমীন।)

অর্থ: হে আল্লাহ! আমি তোমারই
সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং

তোমারই দেয়া রিযিক্ব দ্বারা
ইফতার করছি।

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

Exit mobile version