Site icon Trickbd.com

ইসলাম শিক্ষা (পর্ব ৩০) একটি ভুল ধারণা : শুকরেরনামমুখে নিলে কি চল্লিশদিন মুখনাপাক থাকে?

Unnamed

অনেক মানুষকে বলতে শোনা যায়, ‘শুকর’-এর নাম উচ্চারণ করলে চল্লিশদিন মুখ নাপাক থাকে; শুকুর না বলে ‘খিনযীর’ বলতে হবে। একথাটি একেবারেই অমূলক।

শুকরকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর হারাম বস্তুর প্রতি ঘৃণা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে শুকরের নাম মুখে উচ্চারণ করলেও মুখ নাপাক হয়ে যাবে -একথার কোনো ভিত্তি নেই।

এরপর শুকর বাংলা শব্দ, এর আরবী হল খিনযীর। একই প্রাণীর নাম বাংলায় উচ্চারণ করলে মুখ নাপাক হবে আর আরবীতে উচ্চারণ করলে নাপাক হবে না এরই বা কী অর্থ? আল্লাহ আমাদের অমূলক কথাবলা থেকে হেফাযত করুন।

সবার থেকে আলাদা প্রযুক্তি বিষয়ক ও অন্যান্য সকল টিপস পেতে BDprozukti.com ভিজিট করুন।