Site icon Trickbd.com

কারো গায়ে পা লাগলে সালামের বিধান কি?

Unnamed

বই হাত থেকে পড়ে গেলে আমরা
সালাম করি। কখনও বইয়ের চুমু এঁকে দিই।
সালাম করি কলমে। কারো শরীরে পা
লাগলেও তার গা ছঁয়ে চুমু খাই।
সালামও করি। মুখে চুমুর আরওয়াজ আর
কপালে ভক্তির রেখা ভেসে ওঠে।
কোরআন-কিতাবতো বটেই সাধারন বই-
খাতার প্রতিও আমরা এই সম্মান প্রদর্শন
করি। এই দৃশ্য আমাদের চেনাজানা।
বারবার চোখে পড়ে। মনের কোণে
প্রশ্নও জাগে বিষয়টা আসলে কি?
ধর্মীয় ভাবে কাজটার গুরুত্ব কি?

কোরআন সুন্নাহ মতে কাজগুলোর
সরাসরি নির্দেশ বা মানা নেই; তবে
দৃশ্যগুলো আমাদের কাছে মর্যাদার
প্রতীক।
ভক্তি ও ভালোবাসার প্রতীক।
সালাম-চুমুর দৃশ্যের সময় যে অবস্থার
অবতরন হয় তা সুন্দর ও নান্দনিক। বই-
কিতাবের প্রতি সালাম, কারো
শরীরে পা লেগে গেছে এমন
অমার্যাদা থেকে বাঁচার তাগিদে
গা ছুঁয়ে সালামের সংস্কৃতি
বিবেকের সুস্থতা ও বিনয়ের প্রকাশ।
অবশ্য কেউ কাজগুলো বিনয়ের
মানসিকতা নিয়ে করলে সওয়াব
পাবে।


জিপি
ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক
করুন