রাসূল (সাঃ) বলেন, আল্লাহ তা’য়ালা বলেছেন,
“হে আদম সন্তান, আমার
ইবাদতের জন্য তুমি নিজের অবসর
সময় তৈরি কর ও ইবাদতে মন দাও,
তাহলে আমি তোমার অন্তরকে
প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার
দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি তা না
কর, তবে তোমার হাতকে ব্যস্ততায়
ভরে দেব এবং তোমার অভাব
- -[তিরমিযী ২৬৫৪, ইবনে মাজাহ্ ৪১০৭]
শুধু নেটে, বা শুধু কাজে কর্মে অফিসে গিয়ে যদি পড়ে থাকি, আর যিনি আমাকে কাজ জুটীয়ে দিলেন, চাকরি জুটীয়ে দিলেন, তাকে ভুলে যাই – তবে কি ঠিক হলো? আসুন আমরা চেষ্টা করি।
২ টি পরামর্শঃ
- সকালে উঠে কিছু না পারেন ১ টা আয়াত – অর্থানুবাদ সহ পড়ে দিন শুরু করুন, একদিন কুরআন পুরো পড়া হয়ে যাবে,
- আর সন্ধ্যায় মাত্র ১ টি ছোট হাদিস পড়ে রাত এর কাজ কর্ম শুরু করুন, অনেক কিছু জানতে পারবেন।
আপনি ইসলামের নামে যে দলই করেন তা আপনাকে জান্নাতে নিবেনা, আর না মুক্ত রাখবে শয়তান থেকে, যদি না আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। কে ভালো কে মন্দ এই বিচারের বিচারক আমরা নই, মনে রাখতে হবে বিচারের মালিক আল্লাহ, তার সামনে হিসাবের প্রস্তুতি নেওয়াই ভালো।
আজ আর নয়।