بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
In the name of Allah, The Beneficent, The Merciful.
মহান আল্লাহর নামে, তার নামে যিনি রহমান ও রহিম
———————————–[ Surah al kahaf ]—————————————————-
مَّا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا (5
এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা।
No knowledge have they of such a thing, nor had their fathers. It is a grievous thing that issues from their mouths as a saying what they say is nothing but falsehood!
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا (6
যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন।
Thou wouldst only, perchance, fret thyself to death, following after them, in grief, if they believe not in this Message. ———————————————————————————————————-
জুম্মাহর আমল সমূহ:
১. সূরা কাহাফ তেলাওয়াত করা. ২. নখ কাটা, ৩. মেসওয়াক করা, ৪. জুম্মাহর নিয়তে গোসল করা, ৫.উত্তম কাপড়টি পরা,৬. সুরমা ব্যবহার করা, ৭. আতর / সুগন্ধি ব্যবহার করা, ৮. পেয়াজ রসুন না খাওয়া, ৯. পায়ে হেটে মসজিদে যাওয়া, ১০. ইমামের নিকটে বসা.