بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
In the name of Allah, The Beneficent, The Merciful.
মহান আল্লাহর নামে, তার নামে যিনি রহমান ও রহিম
————————————[ Surah Al kahaf ]—————————————————
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَن ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا (28
আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না।
And keep thy soul content with those who call on their Lord morning and evening, seeking His Face; and let not thine eyes pass beyond them, seeking the pomp and glitter of this Life; no obey any whose heart We have permitted to neglect the remembrance of Us, one who follows his own desires, whose case has gone beyond all bounds.
———————————————————————————————————-
জুম্মাহর আমল সমূহ:
১. সূরা কাহাফ তেলাওয়াত করা. ২. নখ কাটা, ৩. মেসওয়াক করা, ৪. জুম্মাহর নিয়তে গোসল করা, ৫.উত্তম কাপড়টি পরা,৬. সুরমা ব্যবহার করা, ৭. আতর / সুগন্ধি ব্যবহার করা, ৮. পেয়াজ রসুন না খাওয়া, ৯. পায়ে হেটে মসজিদে যাওয়া, ১০. ইমামের নিকটে বসা.
————————————————————————————————-
JUmmahr Amal (should to do)
————————————————————————————————-
- Cut nails. 2. Have gusul /bath and weare perfume. 3. do clerk , 4. Reading surah Al Kahaf. 5. sending a lot of blessing to Prophets, 6. avoid onion and Garlic. 7. weare best dress of yours. ( not best of market) 8. Go for salat / prayer at 1st moment of Azan. 9. Seat near of Imam.