Site icon Trickbd.com

জান্নাতী ব্যক্তিদের জন্য অপেক্ষমান কিছু পুরস্কার

Assalamu Alaikum,

Previous Post:  জাহান্নামের কিছু কঠিন পরিস্থিতিঃ 

১. ফল-মূল, বাগান ও স্বচ্ছ পানপাত্র,
২. সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ,
৩. মণি-মুক্তার ন্যায় সেবক বালক,
৪. সোনার থালা ও পানপাত্র পরিবেশন,
৫. স্বচ্ছ, সুস্বাধু, সুপেয় পানি, দুধ ও মধুর ঝর্ণাধারা,
৬. বড় চোখবিশিষ্ট শ্বেত সুন্দরী নারীগণ (যাদেরকে কোনো মানুষ ও জ্বীন স্পর্শ করেনি),
৭. তাসনীম মিশ্রিত উৎকৃষ্ট মানের শরাব,

৮. একটি চাবুকের সমপরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম,
৯. জান্নাতী নারীদের উড়না গোটা দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম,
১০. মানুষ চিরদিনের জন্য জীবিত, সুস্থ ও যুবক হবে,
১১. জান্নাতের এক ইট স্বর্ণের আর এক ইট রূপার,
১২. জান্নাতের মসল্লা হল সুগন্ধীময় কস্তুরী, তার কংকর হল মনি-মুক্তা আর মাটি হল জাফরানের তৈরী,
১৩. জান্নাতে এক পুরুষকে পৃথিবীর একশত পুরুষের সমপরিমাণ শক্তি দিবে,
১৪. জান্নাতবাসী দাড়ি ও গোফ বিহীন হবে,
১৫. একজন শহীদ সর্বোচ্চ ৭২ জন হুর পাবেন,

Reference: ———————————————–

— (১-২: সূরা ছাফফাত: ৪১-৪৯/ ৩: সূরা দাহর: ১৯/ ৪: সূরা যুখরুফ: ৭০-৭১/ ৫: সূরা মুহাম্মদ: ১৫/ ৬: সূরা রহমান: ৭৪/ ৭: মুতাফফিফিন: ২২-২৮/ ৮: বুখারী, মুসলিম, মিশাত হা: ৫৩৭২/ ৯: মিশকাত হা: ৫৩৭৪/ ১০: মুসলিম, মিশকাত হা: ৫৩৮১/ ১১-১২: তিরমিযী, মিশকাত হা: ৫৬৩০/১৩: তিরমিযী, মিশকাত হা: ৫৬৩৬/ ১৪: তিরমিযী, মিশকাত হা: ৫৩৯৬/ ১৫: সিলসিলা ছহীহা: ১৪৯৪)

——————————————————

Publisher Fb Page:

পবিত্র কুরআনের প্রতিটি সুরা ও হাদিসের সহজ সরল বাংলায় অনুবাদ পড়ুন [ ইকরা ]

 

Exit mobile version