Site icon Trickbd.com

কোন কোন লোকদেরকে বা কোন কোন খাতে যাকাত দেওয়া যায় না-মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন

Unnamed

নিম্নলিখিত লোকদেরকে বা নিম্নলিখিত খাতে যাকাত দেয়া যায় না দিলে যাকাত আদায় হয় নাঃ

১। যার নিকট নেছাব পরিমান অর্থ/সম্পদ আছে।
২। যারা সাইয়্যেদ অর্থাৎ, হাসানী, হুসাইদী, আলাদী, জা’ফরী ইত্যাদি।
৩। যাকাতদাতার মা, বাপ, দাদা, দাদী, পরদাদা, পরদাদী, পরনানা, পরনানী ইত্যাদি উপরের সিঁড়ি।
৪। যাকাতদাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, নাতনি পোতা, পৌত্রী, ইত্যাদি নিচের সিঁড়ী।
৫। যকাতদাতার স্বামী বা স্ত্রী।
৬। অমুসলিমকে যাকাত দেওয়া যায় না।
৭। যার উপর যাকাত ফরয হয়-এরূপ মালদার লোকদের নাবালেগ সন্তান।
৮। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতির নির্মাণ কাজের জন্য।
৯। মৃত ব্যক্তির দাফন-কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ ইত্যাদি আদায়ের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যায় না।
১০। রাস্তা-ঘাট, পুল ইত্যাদি নির্মান ও স্থাপনা কার্যে-যেখানে নির্দিষ্ট কাউকে মালিক বানানো হয় না সেখানে-যাকাতের অর্থ ব্যয় করা যায় না।
১১। সরকার যদি যাকাতের মাসয়ালা অনুযায়ী সঠিক খাতে যাকাতের অর্থ ব্যয় না করে, তাহলে সরকারের যাকাত ফান্ডে যাকাত দেয়া যাবে না।
১২। যাকাত দ্বারা মসজিদ মাদ্রাসার স্টাফকে (গরীব হলেও) বেতন দেওয়া যায় না।
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন
সূত্রঃ আহকামে যিন্দেগী । পৃষ্ঠা নং- ২৭৯-২৮০