بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
In the name of Allah, The Beneficent, The Merciful.
মহান আল্লাহর নামে, তার নামে যিনি রহমান ও রহিম
—————————————[ Surah Al kahaf ]————————————————
وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاء أَنزَلْنَاهُ مِنَ السَّمَاء فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُّقْتَدِرًا (45
তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করুন। তা পানির ন্যায়, যা আমি আকাশ থেকে নাযিল করি। অতঃপর এর সংমিশ্রণে শ্যামল সবুজ ভূমিজ লতা-পাতা নির্গত হয়; অতঃপর তা এমন শুস্ক চুর্ণ-বিচুর্ণ হয় যে, বাতাসে উড়ে যায়। আল্লাহ এ সবকিছুর উপর শক্তিমান।
Set forth to them the similitude of the life of this world: It is like the rain which we send down from the skies: the earth’s vegetation absorbs it, but soon it becomes dry stubble, which the winds do scatter: it is (only) Allah who prevails over all things.
———————————————————————————————————-
জুম্মাহর আমল সমূহ:
১. সূরা কাহাফ তেলাওয়াত করা. ২. নখ কাটা, ৩. মেসওয়াক করা, ৪. জুম্মাহর নিয়তে গোসল করা, ৫.উত্তম কাপড়টি পরা,৬. সুরমা ব্যবহার করা, ৭. আতর / সুগন্ধি ব্যবহার করা, ৮. পেয়াজ রসুন না খাওয়া, ৯. পায়ে হেটে মসজিদে যাওয়া, ১০. ইমামের নিকটে বসা.
————————————————————————————————-
JUmmahr Amal (should to do)
————————————————————————————————-
- Cut nails. 2. Have gusul /bath and weare perfume. 3. do clerk , 4. Reading surah Al Kahaf. 5. sending a lot of blessing to Prophets, 6. avoid onion and Garlic. 7. weare best dress of yours. ( not best of market) 8. Go for salat / prayer at 1st moment of Azan. 9. Seat near of Imam.
ডাউনলোড প্রিন্ট জুম্মাহ আমল ওয়ালমেট